গুবলেট পাঁকানো সেই অ্যানালিস্ট এবার বাংলাদেশের দায়িত্বে

নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখ পারভেজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য পাকিস্তানি বংশোদ্ভুত অজি এই বিশ্লেষককে এখনই দীর্ঘমেয়াদে দলভূক্ত করছে না বিসিবি। 

জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আপাতত সাময়িক চুক্তিতে বাংলাদেশ দলের সাথে অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন মহসিন শেখ। অবশ্য তাঁর কাজে সন্তুষ্ট হলে দীর্ঘমেয়াদী তাঁকে পরিকল্পনার অংশ করতে ইচ্ছুক টিম ম্যানেজমেন্ট। সামনের দুই সিরিজের পরই তাই মহসিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বোর্ড। 

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজ করেছিলেন মহসিন শেখ পারভেজ। অবশ্য শুধু আফগানিস্তান নয়, মহসিনের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। ২০০৩-০৪ সালে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে যুব দলের সাথে কাজ করেন মহসিন। এরপর পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে অস্ট্রেলিয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করেন তিনি। সেই ধারাবাহিকতায় আইপিএল, বিপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেটও বিচরণ রয়েছে তাঁর। 

এর আগে বাংলাদেশ দলের এই দায়িত্বে ছিলেন ভারতীয় অ্যানালিস্ট শ্রীনিবাস চান্দ্রশেখরন। বেশ একটা লম্বা সময় ধরেই তিনি এই দায়িত্ব পাল করে আসছিলেন। তবে ভারত বিশ্বকাপ চলাকালীনই নিজে থেকে সরে যান শ্রীনিবাস। 

তাঁর অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাসির আহমেদ। অবশ্য নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট বিসিবির তেমন বিলম্ব হয়নি। এরই মধ্যে নতুন এসাইনমেন্টে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন মহসিন শেখ। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link