ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। দেশের ক্রিকেটের ‘সিনিয়র সিটিজেন’ বা সাবেক গ্রেটদের জন্য আলাদা একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজনের কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সবুজ সংকেতও চলে এসেছে।
এই চিন্তাটা অবশ্য এসেছে সাবেকদের কাছ থেকেই। বিশেষ করে শচীন টেন্ডুলকার কিংবা যুবরাজ সিংয়ের মত ক্রিকেটাররা এখানে অগ্রনী ভূমিকা রেখেছেন। বোর্ডের সচিব জয় শাহ’র কাছে এই মর্মে প্রস্তাব দিয়েছেন সাবেক ক্রিকেটারদের একাংশ। সেটা মেনে নিয়েছেন জয় শাহ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
লিজেন্ডস প্রিমিয়ার লিগের মত এই লিগ হতে পারে। যেখানে বিশ্বের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন। জানা গিয়েছে প্রস্তাবে বোর্ড বেশ নড়ে চড়ে বসেছে। সাবেক গ্রেট ক্রিকেটারদের জনপ্রিয়তা কাজে লাগাতে চায় তাঁরা। এই লিগে দেখা যেতে পারে যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রিকি পন্টিং কিংবা ইউসুফ পাঠানদের মত ক্রিকেটারদের।
জানা গেছে, বোর্ড চাইছে আগামী বছর এই প্রস্তাবকে কাজে লাগিয়ে একটি টুর্নামেন্ট চালু করতে। বর্তমানে বিশ্বে গ্রেট সাবেক ক্রিকেটারের অভাব নেই। ক্রিকেট থেকে একজনের অবসর নেওয়ার গড় বয়স ৩৫ বছর। ফলে অবসরের পর অধিকাংশের কাছে পুরো সময় থাকে ক্রিকেট খেলার জন্য।
এই সময়ে নিয়ে একাধিক টুর্নামেন্ট থাকলেও সেগুলো গোছানো নয়। আলাদা আলাদা সংস্থা এগুলো আয়োজন করে থাকে। লিজেন্ডস লিগ ক্রিকেট, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লিজেন্ডস লিগ ক্রিকেট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এবং গ্লোবাল লিজেন্ডস লিগের মত আসর গুলো বছর জুড়ে আয়োজিত হয়।
তবে, বিসিসিআইয়ের আসরটা হবে আইপিএলের আদলে। সেক্ষেত্রে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আলাদা কর্ণধার থাকবেন, যারা ফ্র্যাঞ্চাইজি কিনবেন। এরপর সেখানে নিলামের মাধ্যমে দল তৈরি হবে।