১৪ বছর পুরনো লজ্জার রেকর্ড তরতাজা করেছে বাংলাদেশ দল

শেষ ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে স্রেফ একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। নিতান্তই খারাপ সময় বটে। কিন্তু এই সময়টা ঠিক কতটা খারাপ? 

নিজেদের প্রিয় সংস্করণে বেজায় ধুকছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার পর চলতি বছরে আরও একটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। নিদারুণ বাজে সময় কাটছে ওয়ানডে ফরম্যাটে। শেষ ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে স্রেফ একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। নিতান্তই খারাপ সময় বটে। কিন্তু এই সময়টা ঠিক কতটা খারাপ?

বাংলাদেশ দল নিজেদের খারাপ সময়ের রেকর্ডের সাথে অবশ্য পাল্লা দিয়ে পারবে না। কেননা ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ পরবর্তী জয়ের দেখা পেয়েছিল পাঁচ বছর পর। তখন তো আর টি-টোয়েন্টি ছিল না। ২০০৪ সাল অবধি বাংলাদেশ ছিল জয় বঞ্চিত। রেকর্ডটা ৪৭টি ওয়ানডে ম্যাচের। যার ৪৫টিই হেরেছিল বাংলাদেশ দল।

সেই রেকর্ড অবশ্য পরবর্তীতে বাংলাদেশ ভেঙেছিল হারারেতে জিম্বাবুয়েকে ওয়ানডেতে হারিয়ে। সেই ম্যাচের আগে পর্যন্ত টেস্ট ও ওয়ানডে মিলিয়ে বাংলাদেশ ৭৫ ম্যাচ ধরে দেখেনি কোন জয়ের মুখ। সুতরাং ততটাও তলানিতে পৌঁছানো বাংলাদেশের বর্তমান দলের পক্ষে সম্ভব হবে না। যদিও সেই দলের সাথে বর্তমান দলের তুলনা অমূলক।

সুযোগ-সুবিধা বেড়েছে, খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের পরিধি বেড়েছে। তবুও টানা চার ওয়ানডে সিরিজ পরাজয়ের ১৪ বছরের পুরনো রেকর্ডকে তরতাজা করেছে বর্তমান বাংলাদেশ। টানা চারটি ওয়ানডে সিরিজ হারের ঘটনাটা বাংলাদেশ ঘটিয়েছিল ২০১১ সালে। সেবার তারা অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল।

এরপর আবার ২০১৬ সালের শেষদিক থেকে শুরু করে ২০১৭ সালের মাঝামাঝি অবধি চারটি সিরিজে জয় বঞ্চিত থেকেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ সমতায় একটি সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। আর এবার ১১টি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচে, একটি মাত্র জয়টা ওই শ্রীলঙ্কার বিপক্ষেই।

তবে ভয়ংকর বিষয় হচ্ছে সর্বশেষ আটটি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে বাংলাদেশ সিরিজ জিতেছে মোটে একটি। ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের কাছেই সিরিজ হেরেছে তিনবার। নিউজিল্যান্ড হারিয়েছে দু’বার। এই যখন অবস্থা, তখন নিশ্চয়ই আন্দাজ করে নেওয়া যায়, ঠিক কতটা দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

তবে দুর্দিনের ঠিক আগেই, বাংলাদেশ সুদিনও কাটিয়েছে। ২০২১-২২ সালের দিকে। ২০২১ সালের মে মাস থেকে শুরু করে ২০২২ সালের জুলাই মাস অবধি, বাংলাদেশ টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছিল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে সিরিজ জেতার রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল টাইগাররা।

স্বাভাবিকভাবেই কখনোই পারফরমেন্সের গ্রাফ একই রকম সবসময় থাকে না। বাংলাদেশ দলের ক্ষেত্রে বিষয়টি অবশ্য নিত্যদিনের ঘটনা। এ কারণেই বাংলাদেশ মাঝারি মানের একটা দল হয়েই বিচরণ করে যাচ্ছে, বিশ্ব ক্রিকেট অঙ্গনে। সুদিন দীর্ঘায়িত করতে হলে যে খেলোয়াড়দের মানসিকতা ও সক্ষমতার ব্যাপক পরিবর্তন আবশ্যক। সেই সুযোগ কি বাংলাদেশের আছে?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link