একটা হতাশাজনক শুরু। দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকেও এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ-১৯ ফুটবল দলকে। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে গোলাম রাব্বানি ছোটনের শীষ্যরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ। মালদ্বীপ যুবাদের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবলটা খেলতে শুরু করেন নাজমুল হুদা ফয়সালরা। আগ্রাসনের সুফলটা পেয়ে যায় বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটের মাথায়। অ্যাটাকিং থার্ডে মালদ্বীপের খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নেন ফয়সাল। এরপর ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে নিশানা ভেদ করেন তিনি।
বাংলাদেশ দল এগিয়ে যায় ১-০ গোলে। মালদ্বীপের খেলোয়াড়রা অবশ্য তাতে দমে যায়নি। কিন্তু বাংলাদেশও তাদের আক্রমণ বজায় রাখে। প্রথমার্ধে বাংলাদেশ দলই বল দখল থেকে শুরু করে আক্রমণ সর্বক্ষেত্রে এগিয়ে ছিল। খানিকটা দিশেহারা হয়ে যাওয়া মালদ্বীপ দ্বিতীয় গোলটি হজম করে ম্যাচের ৪৫ মিনিটে।
কর্ণার থেকে সৃষ্টি হওয়া জটলার মধ্য থেকে বল যায় রিফাত কাজীর কাছে। সেই বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। এ কাজটা অবশ্য তিনি ম্যাচের ২৫ মিনিটের দিকেই করতে পারতেন। একেবারে সহজ সুযোগ তিনি নষ্ট করেছেন। নতুবা ৩-০ গোল ব্যবধানে থেকেই বিরতিতে যেতে পারত যুবারা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের হয় ছন্দপতন। অন্যদিকে প্রত্যাবর্তনের দৃঢ় মানসিকতা নিয়ে মাঠে নামে মালদ্বীপের যুবারা। শেষ অবধি তারাও ঘুরেও দাঁড়ায়। ম্যাচের ৫৬ মিনিটে প্রথমবারের মত ভাঙে বাংলাদেশের রক্ষণ দূর্গ। ৭৩ মিনিটে মালদ্বীপ সমতায় ফেরে। তাতে করে ফয়সালদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে।
শেষ দিকে প্রচণ্ড অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ দল। গোলের অন্বেষণে রীতিমত পাগলপ্রায় হয়ে যাওয়ার উপক্রম। তবুও আর গোল পাওয়া হয়নি। বাংলাদেশের কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেই যেন সন্তুষ্ট মালদ্বীপ। অন্যদিকে হাতের মুঠোয় থাকা তিন পয়েন্ট আঙুলের ফাঁক গলে হয়ে গেছে এক।
বাংলাদেশের এরপরের ম্যাচে ভুটান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। আগামী ১১ মে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। কিন্তু ভারতের অরুণাচলে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টও মাঝপথে থেমে যাওয়ার শঙ্কা প্রবল।