ভারতীয় ব্যাটিং জাদুকর

ভারত বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে কিংবদন্তি সব ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের সেরা সব ক্রিকেটাররা ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন। এমন কি এখনো বিশ্বের নামী দামী  ব্যাটসম্যানরা ভারতের হয়ে খেলছেন।

ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা ভীষণ কঠিন। ভারতকে বলা হতো ব্যাটসম্যান তৈরির কারখানা। ফলে ভারতের সেরা ব্যাটসম্যানদের তালিকা নির্বাচন করাটা বেশ কঠিন। তবুও ভারতের সেরা ব্যাটারদের খুঁজে বের করা হয়েছে এই তালিকায়।

  • মহেন্দ্র সিং ধোনি

তর্কসাপেক্ষে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ ভাবা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সফলতম অধিনায়কও বলা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। ভারতকে দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন।

ধোনির ব্যাটিংটা হয়তো খুব বেশি ব্যকরণ মেনে করতেন না। তবে ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে ইমপ্যাক্টফুল ব্যাটসম্যানও তিনি। ভারতকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে ১০ হাজারের বেশি রান আছে তাঁর ঝুলিতে।

  • সৌরভ গাঙ্গুলি

ক্রিকেটে আধুনিক ভারতের রূপায়ক বলা হয় তাঁকে। শুধু অধিনায়ক হিসেবে নয় ব্যাটসম্যান হিসেবেও সৌরভ গাঙ্গুলি ছিলেন অনন্য। টেস্ট আর ওয়ানডে মিলে করেছেন সাড়ে আঠারো হাজার রান।

নি:সন্দেহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের সেরাদের একজন। বাঁ-হাতে তিনি ওয়ানডের সেরা ব্যাটসম্যান কিনা – সে নিয়ে নিয়মিতই তর্ক-বিতর্ক হয়।  রাহুল দ্রাবিড় নাকি বলতেন, ‘অফ সাইডে প্রথমে ঈশ্বর, এরপর সৌরভ গাঙ্গুলি।’

  • রাহুল দ্রাবিড়

টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম ব্যাটসম্যানদের একজন রাহুল দ্রাবিড়। এছাড়া দেশটির ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। টেস্ট ক্রিকেটে নিজের টেকনিকের সর্বোচ্চ ব্যাবহার করেছিলেন এই ব্যাটার।

বিশেষ করে ২০০১ সালে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভিভিএস লক্ষ্মণকে সাথে নিয়ে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন। স্পিন বোলিং এর বিপক্ষে ছিলেন অসম্ভব শক্তিশালী। আবার দেশের বাইরে পেস বোলিং কন্ডিশনেও নিজেকে প্রমাণ করেছেন। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ১০ হাজারের বেশি রান।

  • সুনীল গাভাস্কার

ভারতের ক্রিকেটে ব্যাটসম্যানশিপের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান করার রেকর্ডও গড়েছেন এই ব্যাটসম্যান। পেস বোলিং এর বিরুদ্ধে ছিলেন দারুণ শক্তিশালী।

সেই সময়ে বিশ্বের সবচেয়ে ভয়ংকর বোলিং লাইন আপ ছিল ওয়েস্ট ইন্ডিজের। অথচ এই ক্যারিবীয়দের বিরুদ্ধেই ১৩ টি সেঞ্চুরি করার রেকর্ড আছে তাঁর। এছাড়া ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে প্রায় ৫১ গড়ে রান করেছেন এই ব্যাটসম্যান।

  • বিরাট কোহলি

এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সফলতম ব্যাটসম্যানদের একজন। তিন ফরম্যাটেই ভারতের হয়ে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন  এই ব্যাটসম্যান। যদিও গত দুই বছর ধরে বড় ইনিংসের দেখা পাচ্ছেন না এই ব্যাটসম্যান।

তবুও নিজেকে আবার ফিরে পেলে ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবেই নিজের ক্যারিয়ারটা শেষ করতে পারেন এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যেই তাঁর ঝুলিতে আছে ১২ হাজারের বেশি রান। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭০ টি সেঞ্চুরির মালিক কোহলি।

  • শচীন টেন্ডুলকার

ক্রিকেট ইতিহাসেরই সফলতম ব্যাটসম্যান ভারতের এই লিটল মাস্টার। শচীন টেন্ডুলকার ভারতের হয়ে প্রায় দুই যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ টি সেঞ্চুরি করার রেকর্ডও আছে তাঁর।

যার স্ট্রেইট ড্রাইভে দিশেহারা হয়ে যেত গোটা ক্রিকেট দুনিয়া। ২০১১ সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন তিনি। সেই বিশ্বকাপে ভারতের হয়ে ৫৪ গড়ে ৪৮২ রান করেছিলেন। ভারতের হয়ে ৫১ টি টেস্ট সেঞ্চুরিসহ ৫৪ গড়ে রান করেছেন এই ব্যাটসম্যান।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link