দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএপ) দশম আসর। বরাবরের মতোই দেশি-বিদেশির সমন্বয়ে স্কোয়াড গড়েছে দলগুলো। তবে কোচ নির্বাচনে দেখা গেল ভিন্ন চিত্র।
সাত দলের মধ্যে এবার ৬ দলই ভরসা রেখেছে দেশি কোচের উপর। আসন্ন আসরের একমাত্র ভিনদেশি কোচ হচ্ছে ডেভ হোয়াটমোর। বাংলাদেশের সাবেক এ কোচ এবার দায়িত্ব পালন করবেন ফরচুন বরিশালের।
বিপিএলে নিয়মিত কোচে ভূমিকায় দেখা যায় খালেদ মাহমুদ সুজনকে। এবারও তা ব্যতিক্রম না। গত আসরে খুলনা টাইগার্সকে কোচিং করালেও এবার দীক্ষা দিবেন নতুন ফ্র্যাঞ্চাইজি ‘দুর্দান্ত ঢাকা’-কে। কোচিং ক্যারিয়ারে বিপিএলে শিরোপা জয়ের অভিজ্ঞতাও রয়েছে সুজনের। এখন দেখার পালা, তাঁর অধীনে ঢাকা এবারের আসরে কত দূর যায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্মলগ্ন থেকেই দলটি ডাগআউটে আছেন দেশের অন্যতম নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হিসেবে বিপিএলের ইতিহাসে শিরোপা জয়ের দিক দিয়ে তাঁর ধারের কাছেও কেউ নেই। কুমিল্লার হয়ে জিতেছেন ৪ টি শিরোপা।
যার মধ্যে সর্বশেষ ২ আসরে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেন তিনি। হ্যাটট্রিক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন এ কোচ। বিপিএল ড্রাফটে কুমিল্লা যে চমক দেখিয়েছে, তাতে শক্ত দল গড়ে শিরোপা জয়ের পথেই চোখ রাখছে তাঁরা।
গতবার ফরচুন বরিশালকে সামলেছিলেন দেশের অন্যতম সেরা ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে এবার তাঁকে সরিয়ে ভিনদেশি ডেভ হোয়াটমোরের উপর আস্থ রাখলে দলটি। বাংলাদেশ ক্রিকেট হোয়াটমোরের জন্য নতুন কিছু না।
বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে কোচিং করিয়েছেন। এ ছাড়া আইপিএলেও পা পড়েছে তাঁরা। সেই ধারাবাহিকতায় এবার বিপিএলেও ডাগআউটে দেখা যাবে তাঁকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গত জুলিয়ান উড কোচিংয়ের দায়িত্বে ছিলেন। পাওয়ার হিটিং নিয়ে বিশ্বজোড়া খ্যাতি থাকলেও সেভাবে গত আসরে দলের ভাগ্য বদল করতে পারেননি তিনি।
তাই, এবার এই ভিনদেশীকে সরিয়ে তুষার ইমরানের উপর ভরসা রাখছে দলটি। সাবেক এ ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাই হবে প্রথম অ্যাসাইনমেন্ট।
তুষার ইমরানের মতো প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। খুলনা টাইগার্সের ডাগআউট সামলাবেন তিনি। এ দিকে আগের আসরের মতোই সিলেট রয়্যালসকে রাজিন সালেহ ও রংপুর রাইডার্সকে সোহেল ইসলাম কোচিং করাবেন।
আগের আসরে সিলেটকে ফাইনালে তুলেছিলেন রাজিন সালেহ। আর সোহেল ইসলামের অধীনস্ত রংপুর রাইডার্সও সেবার শিরোপার দৌড়ে ছিল। তাই এ দুই দেশি কোচের উপরেই ভরসা দল দুটির।