অস্ট্রেলিয়ার প্রাপ্তি, ভারতের হুমকি

প্রায় দুই দশক পর ভারতের মাঠে সিরিজ জিততেই এসেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে রীতিমত নাস্তানাবুদ হয়েছে অজিরা। ভারতের স্পিন আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের।

কিন্তু, এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য অন্যতম ইতিবাচক দিক প্রথম টেস্টে অভিষেক হওয়া স্পিনার টড মারফি। এখন পর্যন্ত তিন ইনিংসে ১০ উইকেট নিয়েছেন মারফি। যার মধ্যে আছে প্রথম টেস্টে ৭ উইকেট শিকারও।

ভারতের উইকেট স্পিন সহায়ক হলেও ভিনদেশি স্পিনারদের জন্য এসব উইকেটে বোলিং করা অন্যরকম চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ কি দারুণ ভাবেই না উতরে গেলেন মারফি। মারফির পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত সাবেক অস্ট্রেলিয়ান গ্রেট ব্রেট লি।

একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে লি বলেন, ‘নাথান লিঁওর পর কে আসবে? অস্ট্রেলিয়া এখন সেই উত্তর ২২ বছর বয়সী সুপারস্টার অফ স্পিনার টড মারফির মাঝে খুঁজে পেয়েছে। কি দারুণ অভিষেক হলো। যদিও অনেক বড় ব্যাবধানে অস্ট্রেলিয়া টেস্টটা হেরেছে কিন্তু মারফি পুরো বিশ্বের নজর কেড়েছে।’

সাবেক এই পেস বোলার আরো বলেন, ‘প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং করা একমাত্র ইনিংসে সে ১২৪ রানে ৭ উইকেট পেয়েছে। তার মধ্যে রয়েছে লোকেশ রাহুল, অশ্বিন,পূজারা, কোহলি ও জাদেজার উইকেট। স্বপ্নের মত অভিষেক ছিলো তাঁর। নাগপুরে সে তাঁর পরিবারের সামনে এটি করে দেখালো। আশা করি সে ভারতের এমন কন্ডিশনে আরো ভালো করবে সামনে।’

সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যাবধানে পিছিয়ে আছে অজিরা। সিরিজ জেতা আর সম্ভব না হলেও অস্ট্রেলিয়ার সামনে সুযোগ আছে ভারতের সুযোগ নষ্ট করার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে এই সিরিজ জিততে হবে ৩-০ অথবা ৩-১ ব্যবধানে। তাই বাকি দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করাই এখন লক্ষ্য সফরকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link