ঘরের মাঠে ভারতকে হারানো অসম্ভব

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফিতে চলছে ভারতের একক আধিপত্য। সিরিজের প্রথম দুই টেস্টে কোনো পাত্তাই পায়নি অজিরা। লাল বলের ক্রিকেটে ভারতকে ঘরের মাঠে প্রায় অপরাজেয় বললেই চলে ৷ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজাও মনে করেন ঘরের মাঠে ভারতকে হারানো সম্ভব নয়।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফিতে চলছে ভারতের একক আধিপত্য। সিরিজের প্রথম দুই টেস্টে কোনো পাত্তাই পায়নি অজিরা। লাল বলের ক্রিকেটে ভারতকে ঘরের মাঠে প্রায় অপরাজেয় বললেই চলে ৷

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজাও মনে করেন ঘরের মাঠে ভারতকে হারানো সম্ভব নয়।

লাল বলের ক্রিকেটে ভারতের বিখ্যাত স্পিন জুটি অশ্বিন-জাদেজার সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ ঘটেছে অজি ব্যাটারদের। দুই স্পিনার মিলে দুই টেস্টে নিয়েছেন ৩২ উইকেট। ভারতের এমন স্পিন আধিপত্যের কোনো জবাব ছিল না স্মিথ-ওয়ার্নারদের কাছে।

ভারতের এমন আধিপত্য অনেকটাই প্রত্যাশিত মনে করেন রমিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘অস্ট্রেলিয়া যেভাবে পার্থ বা ব্রিসবেনে উপমহাদেশের দেশগুলোর বিপক্ষে টেস্ট জেতে এখানেও ঠিক সেটাই হয়েছে। এটা প্রমাণ করে যে, অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। ভারতের মাটিতে ভারতে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে খুবই বাজে খেলেছে অজিরা। একটা সেশনেই নয় উইকেট পড়েছে। জাদেজা অসাধারণ বোলিং করেছে।’

অস্ট্রেলিয়ার এমন পারফরম্যান্সকেও তুলোধুনো করেছেন রমিজ। সেই সাথে ভারতের অক্ষর প্যাটেলকে ভাসিয়েছেন প্রসংশায়, ‘অক্ষর প্যাটেল দারুণ ব্যাটিং করেছে। এমন পরিস্থিতি সে ৬০-৭০ রান করেছে। অস্ট্রেলিয়া যখন লিড নেবার পথে তখন সে অশ্বিনের সাথে দারুণ একটি পার্টনারশিপ করে। এর কারণ অস্ট্রেলিয়া মানসিক ভাবে প্রস্তুত ছিল না এবং তাদের কৌশলেও ভুল ছিল। স্পিনের বিপক্ষে তাদের ব্যাটিং ছিল ভয়াবহ। তারা প্রচুর ভুল শট খেলেছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...