বিশ্বকাপে নেই, আক্ষেপে আছেন

দলের বেঞ্চের শক্তি নিয়ে ভারতের কখনওই সন্দেহ নেই। তারপরও দেশটির সেরা বোলার জাসপ্রিত বুমরাহ’র ইনজুরি নিয়ে আক্ষেপ থাকছে অধিনায়কের মনে। বিশ্বকাপে মাঠে নামার আগে আরও একবার বুমরাহকে স্মরণ করলেন রোহিত। দলের বোলিং লাইনের নেতা জাসপ্রিত বুমরাহকে বিশ্বকাপ দলে না পাওয়ায় আক্ষেপ ঝরে তাঁর কণ্ঠে।

ভারতকে বলা হয় ক্রিকেটের গডফাদার।  ক্রিকেট প্রশাসন থেকে মাঠ সবক্ষেত্রেই সমানতালে সফল ভারত। তাই ক্রিকেটের যেকোনো বিষয়ে সবসময়ই আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ভারতীয়রা। রোহিতও তাই মিডিয়ার নজরদারিতেই থাকেন, থাকেন জাসপ্রিত বুমরাহও।

বুমরাহ’র ইস্যুতে রোহিত বলেন, ‘আমরা অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু কোনো কেউ আশাবাদী হওয়ার মতো কিছু বলতে পারেন নি। বিশ্বকাপ হয়তো গুরুত্বপূর্ণ তবে তার বয়স এখনো ২৮। সামনের দিনগুলোতে দেশকে আরো বেশি কিছু দেয়ার আছে তার।’

তারকা পেসার বুমরাহ কয়েকদিন আগে শেষ হওয়া এশিয়া কাপও খেলতে পারেননি পিঠের ইনজুরির কারণে। ইনজুরিমুক্ত হয়ে বিশ্বকাপে খেলার আশা থাকলেও ছয় সপ্তাহের জন্য আবারো মাঠের বাইরে চলে গেলেন এই ভারতীয় পেসার।

রোহিত বলেন, ‘সন্দেহ নেই বিশ্বকাপে তার বোলিং আমরা মিস করবো। তাকে নিয়ে বিশ্বকাপে খেলার পরিকল্পনা ছিলো কিন্তু আমরা এই ধরনের ইনজুরিতে কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে পারি না।’

বুমরাহর পরিবর্তে মোহাম্মদ শামিকে দলে ডেকেছে ভারতীয় ম্যানেজমেন্ট। শামি সর্বশেষ জুলাইয়ে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত ক্রিকেট দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণও করেছেন শামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link