ভিন্ন ধরণের বোলিং অ্যাকশন, তবুও নেই উইকেটের কমতি। তবে রয়েছে ইনজুরিতে পড়ার ঝুঁকি। ব্যাটারদের আতঙ্কের নাম জাসপ্রিত বুমরাহ। ভারতীয় এই গতিময় বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
মুম্বাইয়ের এই বোলার গত মৌসুমে আইপিএল মিস করেন পিঠের ইনজুরির কারণে। তবে, আবার মাঠে ফিরেই ভারতের এক নম্বর বোলার হন তিনি। সেক্ষেত্রে ইনজুরি কোনো বাঁধা হয়ে দাড়ায়নি।
তবে, অস্ট্রেলিয়ার কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা মনে করেন যে বুমরাহকে খুব সতর্কতার সাথে বল করা উচিত। আগামী দুই মাস মুম্বাইয়ের আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়ার দায়িত্ব তাঁর কাঁধে উঠতে যাচ্ছে।
বর্তমানে এমআরএফ পেস ফাউন্ডেশনে ক্রিকেটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গ্লেন ম্যাকগ্রা। তিনি মনে করেন, ভিন্ন ধর্মী অ্যাকশনের বোলিং করেন বুমরাহ, যা তাঁর জন্য বিপদজ্জনক। চোটমুক্ত থাকার জন্য তাঁর উচিত খেলা থেকে দূরে থাকা।
তিনি বলেন, ‘আমি মনে করি বুমরাহর বিরতি প্রয়োজন। সে প্রতি বলে অনেক বেশি শক্তি প্রয়োগ করে। যা তাঁর দেহে অনেক চাপ সৃষ্টি করে। তাই শক্তি ফিরে পেতে তাঁর প্রয়োজন বিশ্রামের। যদি সে অবিরাম খেলতে থাকে, তবে তাঁর অ্যাকশনের শক্তি হ্রাস পেতে থাকবে এবং ইনজুরিতে পড়বে। যা তাঁর সাথে ইতিমধ্যেি ঘটেছে। সে এখন অনেক অভিজ্ঞ খেলোয়াড়।সে জানে কিভাবে নিজেকে সামলে নিতে হয়। তাই এটা তাঁর উপর নির্ভর করে।তবে শক্তি ফিরিয়ে আনতে তাঁর বিরতি দরকার।’
সম্প্রতি, ব্যাটাররা তাদের নতুন এবং উদ্ভাবনী শট দিয়ে বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে, বোলারদেরও এগিয়ে যাওয়ার সময় এসেছে। আর বুমরাহও এগিয়ে যেতে পারেন, সে জন্য রাখতে হবে বাড়তি সতর্কতা।