পাকিস্তানের হয়ে খেলতে ফিরছেন ইমাদ ওয়াসিম

জাতীয় দলের জন্য নিজেকে ‘উন্মুক্ত’ করে দিয়েছেন পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। যদিও, মজার ব্যাপার হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন চার মাস আগে।

জাতীয় দলের জন্য নিজেকে ‘উন্মুক্ত’ করে দিয়েছেন পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। যদিও, মজার ব্যাপার হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন চার মাস আগে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে জিতেছেন শিরোপা।

২০২৩ সালের নভেম্বরে অবসরের কারণ হিসেবে দেখিয়েছিলেন, ফ্রাঞ্চাইজি লিগে বাড়তি মনোযোগ দেয়ার কথা। বলাই যায় যে সেই উদ্দ্যেশে তিনি সফল। দীর্ঘ ছয় বছর পর ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে শিরোপার স্বাদ।

ইমাদ এলিমিনেটর ২ এবং পিএসএল- এর ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফাইনালে তিনি মাত্র ২৩ রান খরচ করে নিয়েছিলেন ৫ উইকেট।

গণমাধ্যমকে জানান যে তিনি আবার পাকিস্তানের সেবা করতে চান। ইমাদ বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। দেশের যখনই প্রয়োজন পড়বে,আমি তখনই  প্রস্তুত। আর যদি তেমনটা না হয়, তবে আমার কোনো সমস্যা নেই।’

তিনি আরো বলেন, ‘অবসরের পর শাহীন (শাহীন আফ্রিদি) আমাকে কল দিয়েছিল। তবে তাঁকে বলেছিলাম যে আমরা পিএসএল-এর পরে এই বিষয়ে কথা বলবো।’

প্রশিক্ষণ ক্যাম্পের জন্য পাকিস্তানি নির্বাচকরা কিছু খেলোয়াড়দের নাম ঘোষণা করতে যাচ্ছে। ২৫ মার্চ, ২০২৪ তারিখে কাকুলে অবস্থিত একটি সেনাবাহিনীর ঘাঁটিতে ঘোষণা করা হবে তাদের নাম। তাঁদের মধ্য থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে নির্বাচকরা।

অধিনায়ক বাবর আজমের সাথে মত পার্থক্যের কারণে যে ইমাদ অবসর নিয়েছিলেন তা গোপণ ছিল না। পিএসএলের গত মৌসুমে ইমাদ করাচি কিংসের হয়ে খেলার সময়েও তাঁদের মাঝে বিরোধ বিদ্যমান ছিল। অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ইমাদের এই আচরণে বাবর এবং দল কেউই খুশি ছিল না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...