Social Media

Light
Dark

বাংলাদেশকে টেস্ট বোলিং শেখালেন বুমরাহ

টপ টু বটম- সবখানেই জাসপ্রিত বুমরাহের চিহ্ন এঁকে দেওয়া। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যা কিছু ক্ষতি করার তার সবটাই করেছেন ভারতীয় এই পেসার।

টপ টু বটম- সবখানেই জাসপ্রিত বুমরাহের চিহ্ন এঁকে দেওয়া। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যা কিছু ক্ষতি করার তার সবটাই করেছেন ভারতীয় এই পেসার। সাদমান থেকে শুরু করে তাসকিন- দশ উইকেটের চারটাই নিজের করে নিয়েছেন। কি দুর্দান্ত পরিকল্পনার ফসল হয়ে উইকেটগুলো ধরা দিয়েছে জাসপ্রিতের হাতে।

শুরুটা সাদমান ইসলামকে দিয়ে করেছেন। ওভারের পাঁচটি বল তিনি করেছেন ওভার দ্য উইকেট থেকে। সাদমান মোটামুটি ভেবেই ফেলেছিলেন ষষ্ঠ বলটা তার ক্ষেত্রে আউট সুইং করে বেড়িয়ে যাবে। কিন্তু পাঁচটি বল প্রায় শরীর ঘেঁষা লাইনে করা বুমরাহ, বলকে রাখলেন সোজা স্ট্যাম্প বরাবর রাউন্ড দ্য উইকেট থেকে। সাদমান বুঝতেই পারেননি বলের গতিপথ। ছেড়ে দিতে গিয়ে বোল্ড আউট হয়ে গেলেন সাদমান।

সাদমানের ওই উইকেট প্রাপ্তিই প্রমাণ করে বোলার বুমরাহ ঠিক কতটা ধূর্ত! শুধু কি তাই? তার ব্যক্তিগত শেষের উইকেটের কথাই ধরুণ। একেবারে পিন পয়েন্ট ইয়োর্কার। তাসকিন আহমেদ তাতে কুপোকাত। কিন্তু এর আগের প্রতিটি বল তাসকিনের শরীরে আঘাত করেছে। বাউন্সারে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন বুমরাহ।

তাসকিন নিজেও সম্ভবত জানতেন যে একটা ইয়োর্কার আসতে চলেছে। কিন্তু সঠিক সময় তার ছিল অজানা। অগত্যা দুর্ধর্ষ এক ইয়োর্কারে পতন ঘটে তাসকিনের। টেস্ট ক্রিকেটে ঠিক কিভাবে বোলিং করতে হয়, সে দীক্ষাই যেন আরও একটিবার দিলেন জাসপ্রিত বুমরাহ।

নিজের সক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করেছেন তিনি। আর সক্ষমতার চাইতেও বড় বিষয় নিজের মস্তিষ্কের যথাযথ ব্যবহার। সেটাও কি দুর্দান্তভাবে করা যায়, তা দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ঠিক এ কারণেই বাকি সব বোলারদের বুমরাহ ছাপিয়ে যেতে পারেন অনায়াসে।

টেস্ট ক্রিকেটে পরিকল্পনা করে, ব্যাটারের মস্তিষ্কের সাথে খেলতে হয়। দ্বিধায় রাখতে হয় প্রতিটা মুহূর্ত। সে কাজটাও অসাধারণ দক্ষতার সাথে করতে পারেন বুমরাহ। সেই সাথে বলকে দুই দিকে সুইং করানোর দক্ষতা, সঠিক লাইন লেন্থ বজায় রাখা, অপ্রতিরোধ্য ইয়োর্কার ছোড়া, এসব কিছুর মিশেলে বুমরাহ দুর্বোধ্য এক বোলার।

সাদমান, তাসকিন ছাড়াও মুশফিকুর রহিম ও হাসান মাহমুদের উইকেট পেয়েছেন বুমরাহ। তার এমন বুদ্ধিদীপ্ত ভয়ংকর বোলিংয়ের কারণেই মূলত বাংলাদেশকে ঠেলে দেওয়া গেছে লজ্জার অন্ধকার জগতে। মাত্র ১৪৯ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। কৃতিত্ব অবশ্যই বুমরাহর প্রাপ্য।

Share via
Copy link