অবসরের আগে ভারতকে আরেকটা ট্রফি জেতাবেন রোহিত?

দুই অভিজ্ঞ ব্যাটার, রোহিত এবং বিরাট কোহলির ওপর শতভাগ ভরসা আছে সাবেক এই ক্রিকেটারের। তিনি বলেন, ‘আপনি কখনোই বলতে পারবেন না রোহিত বা বিরাটের মত ক্রিকেটাররা অফ ফর্মে আছে। বিরাট কয়েকদিন আগেও অফ স্ট্যাম্প লাইনের বাইরের বলে আউট হতেন, এখন কিন্তু হচ্ছেন না? তাঁদের মত বিশ্বসেরাদের ঘুরে দাঁড়াতে কেবল একটা ম্যাচই যথেষ্ট।’

রোহিত শর্মা কি অবসরের আগে আরো একটা শিরোপা জিতবেন – সমর্থকদের মত ভারতের সাবেক পেসার প্রবীণ কুমারও মনে করেন রোহিত সেটা পারবেন। এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেটা প্রমাণ করে দেখাবেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ের মধ্য দিয়ে ভারতের এগারো বছরের খরার অবসান ঘটিয়েছিলেন হিটম্যান, এবার পালা সেটার ধারাবাহিকতা ধরে রাখার।

জাতীয় দল তো বটেই, আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একই সঙ্গে খেলেছিলেন রোহিত আর প্রবীণ। তাই তো ভারতের বর্তমান অধিনায়কের ওপর পূর্ণ বিশ্বাস আছে তাঁর, জানেন তিনি কি করতে পারেন।

এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত রোহিত ভারতকে শিরোপা জয়ের দিকে নিয়ে যাবে। দ্রুতই তাঁর অর্জনের খাতায় আরেকটি আইসিসি ট্রফি যোগ হবে। এটাই বলব শুধু, বিরাট আর রোহিত, তোমরা অবসর নেওয়ার আগে আমাদের আরও একটি আইসিসি ট্রফি দিয়ে যাও।’

ইতোমধ্যে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। ইনফর্ম ব্যাটার, বৈচিত্র্যময় বোলিং লাইনআপ আর দুর্দান্ত ফিল্ডিং – সবমিলিয়ে ভারত সবচেয়ে পরিপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পুরো দলকে এভাবে এক সুতোয় বাঁধতে পারা নিশ্চিতভাবেই রোহিতের কৃতিত্ব।

এ ব্যাপারে প্রবীণ কুমার বলেন, ‘দল সত্যিই ভাল করছে। ব্যাটিং বলুন, বোলিং বলুন বা ফিল্ডিং সব দিক দিয়েই ভারত আধিপত্য দেখাতে পারছে। বড় কথা দলটার প্রতিটা সদস্যই ম্যাচ উইনার। আমি এর জন্য অধিনায়ককে ধন্যবাদ দিব। সে বন্ধুদের বন্ধু, সে প্রকৃত টিম ম্যান।’

দুই অভিজ্ঞ ব্যাটার, রোহিত এবং বিরাট কোহলির ওপর শতভাগ ভরসা আছে সাবেক এই ক্রিকেটারের। তিনি বলেন, ‘আপনি কখনোই বলতে পারবেন না রোহিত বা বিরাটের মত ক্রিকেটাররা অফ ফর্মে আছে। বিরাট কয়েকদিন আগেও অফ স্ট্যাম্প লাইনের বাইরের বলে আউট হতেন, এখন কিন্তু হচ্ছেন না? তাঁদের মত বিশ্বসেরাদের ঘুরে দাঁড়াতে কেবল একটা ম্যাচই যথেষ্ট।’

Share via
Copy link