বিশ্ব শিরোপা হাতে বিদায়

একটি আইসিসি ট্রফি জয় একজন ক্রিকেটারের জন্য সবচেয়েও বড় স্বপ্ন। সেই স্বপ্ন দিয়েই যদি ক্যারিয়ারের ইতি টানা যায় - তাহলে এর চেয়ে রঙিন বিদায় আর কিছুতেই হতে পারে না। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকেন তাঁরা।

একটি আইসিসি ট্রফি জয় একজন ক্রিকেটারের জন্য সবচেয়েও বড় স্বপ্ন। সেই স্বপ্ন দিয়েই যদি ক্যারিয়ারের ইতি টানা যায় – তাহলে এর চেয়ে রঙিন বিদায় আর কিছুতেই হতে পারে না। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকেন তাঁরা।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ছয় জন ক্রিকেটার আছেন যারা নিজেদের ক্যারিয়ারের শেষ ম্যাচে কোনো আইসিসি ট্রফি জিতে বিদায় নিয়েছেন। যাবার বেলায় এমন গর্ব নিয়ে ক’জনই বা মাঠ ছাড়তে পারেন। সেই ছয়জন ক্রিকেটারকে নিয়েই এবারের আয়োজন।

  • ইমরান খান (পাকিস্তান)

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ও ক্রিকেটার ইমরান খান। কেউ কেউ দাবি করেন, বিশ্বের  ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্ব গুণে তিনি এখন দেশটির প্রধানমন্ত্রী। ১৯৯২ সালেও তাঁর অসাধারণ অধিনায়কত্বে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

দেশটির ক্রিকেটের সবচেয়ে সুন্দর সময় এনে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

  • গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সোনালি সময়ের সোনালি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপ জিতে দলটি। ২০০৭ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন ম্যাকগ্রা।

পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ‘দ্য পিজিয়ন’ খ্যাত এই ফাস্ট বোলার। তবে এই বিশ্বজয়ের মাধ্যমেই ক্যারিয়ারের ইতি টেনেছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার।

  • মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের নানা জয়ের সাক্ষী মাইকেল ক্লার্ক। তবে ২০১৫ বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে দলটির হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বেই দেশটি তাঁদের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ জয় করে। তবে সেই সময় চাইলে আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন ক্লার্ক।

তবে, ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়টাই বেঁছে নিয়েছিলেন প্রস্থানের জন্য। ফলে ২০১৫ বিশ্বকাপ জয়ের মাধ্যমেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মাইকেল ক্লার্ক। একটু আগেভাগেই ক্যারিয়ারটা শেষ হয় তাঁর।

  • বিজে ওয়াটলিং (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। নিউজিল্যান্ড ক্রিকেটের দু:সময়ে এসে দলটিকে সাফল্যের শিখরে তুলে আনার অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে চিরকালই এক নীভৃত চরিত্র ছিলেন তিনি। তাঁকে নিয়ে সেভাবে আলোচনা খুব কমই হয়েছে।

তবে বিদায় বেলায় পুরো ক্রিকেটবিশ্ব যেনো তাঁর দিকেই তাকিয়ে ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতেই ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটলিং।

  • ব্র্যাড হ্যাডিন (অস্ট্রেলিয়া)

অ্যাডাম গিলক্রিস্ট তখন তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে। সেই সময় অস্ট্রেলিয়া দলে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে থাকতেন ব্র্যাড হ্যাডিন। গিলক্রিস্টের অবসরের পর অজিদের কিপিং গ্লাভস উঠে তাঁর হাতেই।

২০১৫ বিশ্বকাপ অস্ট্রেলিয়া দলেও ছিলেন তিনি। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন এই কিপার ব্যাটসম্যান। বিশ্বকাপ জয় করেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

  • রোহান কাহ্নাই (ওয়েস্ট ইন্ডিজ)

রোহান কাহ্নাই ভারতীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে সুন্দর সময়ে দেশটির হয়ে ৭৯ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন রোহান।

এছাড়া ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন তিনি। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হাফ সেঞ্চুরিও করেছিলেন রোহান। তবে এরপর আর ওয়ানডে ক্রিকেট খেলেননি এই ব্যাটসম্যান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...