ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি

গুঞ্জন শোনা যাচ্ছিল চলতি ক্লাব মৌসুম শেষেই ব্রাজিল কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে এ ধরণের গুঞ্জনের অবসান ঘটালেন আনচেলত্তি নিজেই।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হারের পরেই ব্রাজিলের কোচের পদ থেকে পদত্যাগ করেন তিতে। এরপরই কে হচ্ছেন ব্রাজিলের কোচ -এ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।

এর আগে কখনোই ভিনদেশি কোচ নিয়োগ না দেয়া ব্রাজিলে এবার শোনা গিয়েছিল বেশ কয়েকজন হাই প্রোফাইল ভিনদেশি কোচের নাম। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তাদের মধ্যে অন্যতম। যদিও, ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ এই ইতালিয়ান কোচ।

সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এর আগে কখনোই ভিনদেশি কোচ নিয়ে দেয়নি ব্রাজিল। তবে এবার ব্রাজিলের কয়েকটি গণমাধ্যম বলছে পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তিদের মত হাই প্রোফাইল কোচদের সাথে কথা চালাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গুঞ্জন শোনা যাচ্ছিল চলতি ক্লাব মৌসুম শেষেই ব্রাজিল কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে এ ধরণের গুঞ্জনের অবসান ঘটালেন আনচেলত্তি নিজেই।

রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ হবার আগ পর্যন্ত মাদ্রিদেই থাকছেন বলে জানিয়েছেন আনচেলত্তি। এই ইতালিয়ান জানান, রিয়াল মাদ্রিদে তার ভূমিকা নিয়েই আপাতত মনযোগী থাকতে চান তিনি কারণ চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা,স্প্যানিশ সুপার কাপ আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

আনচেলত্তি বলেন, ‘২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আমি চুক্তিবদ্ধ, রিয়ালের সাথে। এর আগে রিয়াল মাদ্রিদ যদি আমাকে বরখাস্ত না করে তাহলে আমি কোথাও যাচ্ছি না।’

বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনির প্রসংশার ঝড়েছে ৬৩ বছর বয়সী এই ইতালিয়ান কোচের কণ্ঠে। তিনি বলেন, ‘অসাধারণ কাজ করেছে স্কালনি। সে নতুন কিছু উদ্ভাবন করতে চায় নি। সে খেলোয়াড়দের সঠিক জায়গায় ব্যবহার করেছে এবং রক্ষণাত্মক ভাবেও দলটি ভাল ভাবে গোছানো ছিল।’

বিশ্বকাপের পর সামনের সপ্তাহেই পুনরায় চালু হতে যাচ্ছে লা লিগার খেলা। আনচেলত্তির রিয়াল তাদের অভিযান শুরু করবে ৩০ ডিসেম্বর। নিজেদের লা লীগা শিরোপা ধরে রাখার মিশনে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...