দারুণ জয় এলেও ভাল নেই রিয়াল মাদ্রিদ শিবির। কারণটাও স্পষ্ট। অভিজ্ঞ রাইট ব্যাক দানি কারভাহালের ইনজুরি। নিজের ইন্সটাগ্রামে ভয়াবহ এসিএল ইনজুরির কথা জানিয়েছেন তিনি। যা মাদ্রিদ দলের জন্যও এক গুরুতর চোট।
এসিএল বা অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি ফুটবল জগতে এক নাশকারী ইনজুরির নাম। হাঁটুর এই জয়েন্ট থাইবোন আর শিনবোনকে যুক্ত রাখে। ডাক্তারি ভাষায় যেটাকে বলে টিবিয়া আর ফিমার হাড়।
সাধারণত এ ধরনের ইনজুরি সারতে সময় লাগে ছয় থেকে নয় মাস। অনেক ক্ষেত্রে যা এক বছর নাগাদও যেতে পারে। এখানে একটা বিষয় বেশ পরিষ্কার যে, এই মৌসুমে সাদা জার্সিতে দেখা যাবে না চিরচেনা এই মাদ্রিদিস্তাকে।
মাদ্রিদ দলের জন্য এটা এক ভয়াবহ সংবাদ। তাতে যদিও থেমে থাকার অবসর নেই আনচেলোত্তির। খুঁজতে হবে বিকল্পের। এক্ষেত্রে সবথেকে পরিচিত নাম আসে লুকাস ভাজকাজের।
ক্যারিয়ার পরিসংখ্যান বলে তিনি আসলে একজন উইংগার। বিশেষত রাইট উইংগার। উইং এর দুই প্রান্ত জুড়ে খেলেছেন ২৯৭ ম্যাচ। আর রাইট ব্যাকে খেলেছেন ১১৪ ম্যাচে।
অন্যদিকে, সেন্টার ব্যাকে খেলা ডেভিড আলাবা ফুলব্যাকে ক্যারিয়ারের বড় সময়টা কাটালেও তিনি খেলেছেন লেফট ব্যাক পজিশনে। যেখানে খেলেছেন ২৬১ ম্যাচ। তবে আনচেলত্তির সিস্টেমে তিনিও আদতে একজন পূর্ণাঙ্গ সেন্টার ব্যাক।
কারভাহালের ভাষ্য, তিনি শীঘ্রই পুনর্বাসন শুরু করবেন। তবে তার আগে হবে একটা সার্জারি। তবে এখনও নিশ্চিত করেননি কতদিন থাকবেন মাঠের বাইরে। তবে এতটুকু নিশ্চিত করেছেন যে, কিছু মাস লাগবে ৩৩ ছুঁইছুঁই এই রাইটব্যাকের। আদতেও যা মাদ্রিদ লকারের জন্য বাজে সংবাদ।
শীতকালীন দলবদল মৌসুমের আগে নতুন খেলোয়াড় নেওয়া সম্ভব না রিয়ালের। ততদিন হয়তো ৩৩ বছর বয়সী ভাজকাজকে দিয়েই কাজ চালাবেন আনচেলত্তি। তবে চলতি মৌসুমে অভিজ্ঞ এ ব্যালন ডি’অর নমিনির অভাব তিলে তিলে টের পাবে মাদ্রিদিস্তারা।