এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। দলের সবচেয়ে সেরা বোলারের না থাকাটা ম্যাচ শুরুর আগে তাই তো ব্যাকফুটে রাখবে ভারতকে।
লিডসে প্রথম টেস্ট হারের পর দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে ভারত। একে তো হারের ধাক্কা, এর পর আবার সিরিজ বাঁচাতে হলে পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় দুশ্চিন্তা বোধহয় পেস আক্রমণ সাজানো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য থাকছেন না দলের প্রাণভোমরা জাসপ্রিত বুমরাহ।
এজবাস্টনে ভারত কখনো ম্যাচ জেতে নি। তাই তো শুরুর আগেই একটা বাড়তি চাপ কাজ করছে দলটির মধ্যে। আর বুমরাহর না থাকাটা চাপকে আরও দ্বিগুণ করে তুলছে। একে তো সে সময়ের সেরা বোলার, তার উপর দলটিতে নেই অভিজ্ঞ কোনো নাম। ইংলিশদের সামনে তাই তো কঠিন পরীক্ষার সম্মুখীন তারা।

এখন প্রশ্ন, কেমন হবে ভারতের পেস আক্রমণ? গৌতম গম্ভীর কোন ছকে সাজাবেন একাদশ? পরের ম্যাচে ভারতের সম্ভাব্য পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। তিনজনই ফ্রন্টলাইন পেসার। বুমরাহর জায়গায় দেখা যাবে আকাশ দীপকে। তবে প্রশ্ন আসতে পারে—আর্শদীপ সিং কেন নয়? টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে ইংল্যান্ডের সিম কন্ডিশনে আকাশ দীপকেই বেশি কার্যকর বলে মনে করছেন।
অন্যদিকে, হেডিংলিতে ব্যর্থ শার্দুল ঠাকুরকে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এই মিডল অর্ডার ব্যাটার বল হাতেও অবদান রাখতে পারেন। ফলে তাঁর অন্তর্ভুক্তি দলের ব্যাটিং শক্তি বাড়াবে। আরও পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে— যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, করুণ নাইয়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ।

টপ অর্ডার রান পেলেও, গত ম্যাচে ব্যর্থ ছিল লোয়ার মিডল অর্ডার। এই ম্যাচে তাই তো করুণ নাইয়ার, নীতিশ কুমার এবং জাদেজাকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
এজবাস্টনে ভালো কোনো স্মৃতি ভারতের নেই। তবে মাঠের খেলা তো আর কাগজে-কলমে হয় না। পরিসংখ্যান ছাপিয়ে ভারত কি নিজেদের প্রথম জয় পাবে এই মাঠে?











