রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের পুরনো সৈনিক, তাই তো যেকোনো পরিস্থিতিতে ভরসা রাখা যায় তার ওপর। ঠিক যেমনটা হলো আজকের ম্যাচে। দলের বিপর্যয়ে জাদেজা প্রমাণ করলেন ক্রিকেটে কেন অভিজ্ঞতার মূল্য এতটা বেশি!
মুম্বাই ইন্ডিয়ানস টসে জিতে বোলিং বেছে নেয়। হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্ত খুব বেশি একটা ভুল ছিল না।
চেন্নাই ১৬ রানেই হারায় তাদের প্রথম উইকেট। অভিষিক্ত আয়ুশ মাহাত্রে প্রমিস দেখালেও ইনিংস বড় করতে পারেননি। আট ওভারে ৬৩ রানে তিন উইকেট হারিয়ে তখন চাপে চেন্নাই সুপার কিংস।
এবারের আসরে চেন্নাইয়ের সমস্যাটা চার নম্বর পজিশন নিয়ে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলেই বারবার ব্যর্থ হচ্ছেন সবাই। আর মূলত এখানেই ত্রাতা হয়ে এলেন রবীন্দ্র জাদেজা। একপ্রান্ত আগলে সাহস জুগিয়েছেন শুভম দুবেকে। প্রপার অ্যাঙ্করিং রোল, যখন যা প্রয়োজন করেছেন তাই। পঞ্চম উইকেটে শুভম দুবেকে নিয়ে গড়েন ৭৯ রানের জুটি। দুবে ফিরে গেলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন জাদেজা, খেলেছেন ৩৫ বলে ৫৩ রানের ইনিংস।
চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ১৫১.৪৩ স্ট্রাইক রেটে সাজানো এই ইনিংসের ওপর ভর করেই স্কোরবোর্ডে চেন্নাই তুলতে পেরেছে ১৭৬ রান। যেটা ওয়াংখেড়ের পিচে চেজ করাটা মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জিংই বটে।
ক্যাপ্টেন ধোনির ভরসার জায়গায় “জাদেজা” নামটি অনেক দিন ধরেই আছে। ব্যাট কিংবা বল অথবা বাজপাখির মতো ফিল্ডিংয়ে যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। তাই তো এই জাদেজা যেন চেন্নাইয়ের জাদুর কাঠি—যেখানেই ছোঁয়াবেন, সেখানেই ম্যাজিক।