বিরাট বনাম দ্রাবিড়, দ্য আরসিবি কেস স্টাডি

বিরাট কোহলি বনাম রাহুল দ্রাবিড় - বেমানান এক লড়াই। দু’জনের খেলার ধরণই আলাদা। তবে, মিল আছে একটা জায়গায়। কোহলির মত রাহুল দ্রাবিড়ও লম্বা সময় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

বিরাট কোহলি বনাম রাহুল দ্রাবিড় – বেমানান এক লড়াই। দু’জনের খেলার ধরণই আলাদা। তবে, মিল আছে একটা জায়গায়। কোহলির মত রাহুল দ্রাবিড়ও লম্বা সময় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে বিরাট কোহলি দলটির হয়ে প্রায় এক যুগ অধিনায়কত্ব করেছেন, গড়েছেন অসংখ্য রেকর্ড।

কখনো শিরোপা না জিতলেও আরসিবি ভক্তরা আলাদা করেই ভালোবাসেন এই দুজনকে। ৭৯ ম্যাচ শেষে আরসিবির কিংবদন্তি হিসেবে কোথায় ছিল এই দু’জনের অবস্থান – তা নিয়েই এবারের আয়োজন।

আইপিএলে বিরাট সর্বোপরি ম্যাচ খেলেছেন ২৬৩ টি, ৩৯.৫৭ গড়ে রান করেছেন ৮৫০৯। তবে তার খেলা প্রথম ৭৯ ম্যাচে রান করেছিলেন মাত্র ২০৪৪। এদিকে নিজের খেলা প্রথম ৭৯ ম্যাচে রাহুল দ্রাবিড় রান করেছিলেন ২১৭৪। রানের বিচারে এগিয়ে রাহুল দ্রাবিড় ।

অন্যদিকে গড় এবং স্ট্রাইক রেটের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। ৭৯ ম্যাচ পর বিরাটের ব্যাটিং গড় ছিল ২৯.৬২, স্ট্রাইক রেট ছিল ১২১। অন্যদিকে রাহুল দ্রাবিড় ১২৮.১৭ গড়ে রান করেছেন ১১৫ স্ট্রাইক রেটে।

৭৯ ম্যাচ খেলার পর অর্ধশতকের দিক দিয়েও দুজনই সমান, করেছেন ১১ টি করে হাফ সেঞ্চুরি। এছাড়া দলের জয়ের দিন রান করায় দুজনই রয়েছেন সমান দৌড়ে। প্রথম ৭৯ ম্যাচের যেকটিতে আরসিবির জয় পায় সেসব ম্যাচে বিরাট রান করেছেন ১০৯৭, রাহুল করেছেন ১০৯২ রান।

দুজনকে নিয়ে পার্থক্য গড়ার মজার খেলায় চাইলেই যে মেতে উঠা যায়। তবে মনে রাখা ভালো ২০১৩ সালে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলা রাহুলের ক্যারিয়ারে তখন ছিলো অন্তিম মুহুর্ত। অন্যদিকে তরুন বিরাট তখন মাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন।

দ্রাবিড় ভারতীয় ক্রিকেটে দ্যা ওয়াল নামে বেশি পরিচিত, অন্য দিকে বিরাট কোহলি ক্যারিয়ারের পুরোটা সময় রাজার মতো পারফরম্যান্স করে গেছেন। দজনই আবার আরসিবির ঘরের ছেলে।বেলাশেষে আরসিবিকে শিরোপার মুকুট এনে না দিতে পারার আক্ষেপ হয়তো দুজনকেই পোড়ায়।

Share via
Copy link