পাকিস্তানের ব্যাটিং অর্ডার: একে তো নড়বড়ে, তার ওপর রদবদল

একে তো পরাজয়, তাঁর উপর মোহাম্মদ রিজওয়ানের ইনজুরি। যেন মরার উপর খাঁড়ার ঘা।

একে তো পরাজয়, তাঁর উপর মোহাম্মদ রিজওয়ানের ইনজুরি। যেন মরার উপর খাঁড়ার ঘা। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে খুব একটা স্বস্তিতে নেই তা বোঝাই যাচ্ছে। তাই তো ব্যাটিংয়ের তিন নাম্বার পজিশন নিয়ে আবারো ভাবতে হচ্ছে বোর্ডকে।

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন নাম্বার ম্যাচে হেরে যায় পাকিস্তান। সাত উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। সেই ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রিজওয়ান।

তাই, পাকিস্তানের ব্যাটিংয়ের তিন নাম্বার পজিশন এখন ফাঁকা। উসমান খান অথবা ফখর জামানকে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দলের তিন নম্বর পজিশনে খেলানোর কথা বিবেচনা করা হচ্ছে।

স্ক্যানিং রিপোর্ট পাওয়ার অপেক্ষায় থাকা রিজওয়ানকে সিরিজের বাকি অংশ থেকে বাদ দেয়া হতে পারে। তাঁকে পাওয়া না পাওয়ার সিদ্ধান্তের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তাঁর ভক্তদের।

রিজওয়ান খেলার জন্যে ফিট হলেও, তাঁকে চার নাম্বারে খেলাতে চায় ম্যানেজমেন্ট। মোটামুটি সবাই এতে সম্মতি জানালেও অধিনায়ক বাবর আজমের রয়েছে আপত্তি। তাঁর মতে রিজওয়ান টপ অর্ডারেই খেলুক।

রিজওয়ান নিজেও এই পরিবর্তনের ব্যাপারে অবগত। তবে উসমান খান নিজেদের সেরাটা দিতে পারেননি এখনো। তিনি দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ১২। সব হিসাব নিকাশ শেষে বলাই যায় ইতিমধ্যেই পাকিস্তান বোর্ড কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

এই নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে বড়ই বিপদে আছে পাকিস্তান। নিউজিল্যান্ড সিরিজের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই যত দ্রুত সম্ভব পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে। নয়তো ভেস্তে যাবে বাবর- আমিরদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...