দুয়ারে ফিফা বিশ্বকাপ। ফুটবলের মহারণ। যদিও, অন্য যেকোনো সময়ের চেয়ে এবারে আলোচনা বেশ কম। তবে, দলগুলো বসে নেই। নিজেদের প্রস্তুতিপর্বটা জোরেশোরেই চালাচ্ছে। নজরটা সবচেয়ে বেশি অবশ্যই দুই জায়ান্ট – ব্রাজিল ও আর্জেন্টিনা দলের দিকে।
তবে, বিশ্বকাপ শুরু হতে যখন সপ্তাহ দুয়েক সময় বাকি তখন দুই ফেবারিট দল আছে পরস্পর বিপরীতমুখী অবস্থানে। কারণ, ব্রাজিল শিবিরে আছে দু:সংবাদ। আর আর্জেন্টিনা শিবিরে সুসংবাদ। ফিলিপে কোটিনহো ইনজুরিতে পড়েছেন, অন্যদিকে পাওলো দিবালা চোট কাটিয়ে আছেন ফেরার অপেক্ষায়।
অ্যাশটন ভিলার হয়ে অনুশীলনের সময় উরুর পেশিতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা কোটিনহো। ফলে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাঁকে মাঠে নামাননি কোচ উনাই এমেরি। এমনিতেই আছেন অফ ফর্মে, তার ওপর ইনজুরি – সব মিলিয়ে ব্রাজিলের দলে তাঁকে সম্ভবত কোচ তিতে রাখবেন না।
কোটিনহোর জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার এভারটন রিবেইরো। ২০১৮ বিশ্বকাপে নেইমারের সঙ্গে ব্রাজিলের সেরা তারকাদের একজন ছিলেন কোটিনহো।
অন্যদিকে, কিছুদিন আগেও ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে যাচ্ছিলেন পাওলো দিবালা। তবে, আশার আলো দেখা যাচ্ছে অবশেষে। সুখবর দিলেন ইতালিয়ান ক্লাব এএস রোমার কোচ হোসে মরিনহো।
প্রায় এক মাস ধরে দিবালাকে ছাড়াই খেলছে রোমা। তবে, মরিনহো জানালেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর দাবি, আগামী রোববার তুরিনোর বিপক্ষে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন। ওই দিনই নাকি আর্জন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপের দল ঘোষণা করবেন।
জানিয়ে রাখা ভাল, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ২২ নভেম্বর। প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে, ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে।