আফ্রিদি-বাবর দ্বন্দ্ব, পাকিস্তান শিবিরে ফাটল!

বাবর আজম অধিনায়ক হলে সহ-অধিনায়ক হিসেবে খেলবেন না শাহীন আফ্রিদি!

পাকিস্তান ক্রিকেট মানেই যেন নাটকীয়তা। বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে ফাটল ধরলো পাকিস্তান শিবিরে। নতুন সংবাদ ছড়িয়েছে পাকিস্তানের ক্রিকেটে, বাবর আজম অধিনায়ক হলে সহ-অধিনায়ক হিসেবে খেলবেন না শাহীন আফ্রিদি!

গত বছর বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবর আজমের পরিবর্তে শাহীন আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। তবে সেই রাজত্ব বেশি দিন স্থায়ী হয়নি শাহীনের। মাত্র এক সিরিজে নেতৃত্ব দিয়েই ক্ষমতা হারাতে হয় শাহীনকে।

তাছাড়া ২০২৪ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহীনের দল লাহোর কালান্দার্সের জায়গা হয় টেবিলের ঠিক তলানিতে। শাহীনকে জাতীয় দলের অধিনায়কের ভূমিকা থেকে সরানোর অন্যতম কারণ শাহীনের এই ব্যর্থতা।

তবে সম্প্রতি বাবর আজমকে পাকিস্তানের সাদা বলের ফরম্যাটের অধিনায়ক হিসেবে মনোনিত করা হয়। তাই সেই বাবরকেই আবার অধিনায়কের মুকুট পড়িয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

আর সেখানেই যত বিপত্তি শাহীনের। তখন থেকেই এই দুই তারকার মাঝে চলছে স্নায়ু যুদ্ধ। তাইতো এবারের  টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাঁ হাতি এই পেসার।

শাহীন সহ- অধিনায়ক না হলে, সেই জায়গা দেখা যেতে পারে শাদাব খান অথবা মোহাম্মদ রিজওয়ানকে। উভয়েই পিএসএলে ভিন্ন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তাইতো আসন্ন মেগা ইভেন্টে সিদ্ধান্ত গ্রহণে বাবর আজমকে সহায়তা করতে পারেন তাঁরা।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠণ করেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আগামী ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে তাঁদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। তবে তাঁর আগে অবশ্য বাবর – শাহীন অদৃশ্য দ্বন্দ্বের সমাধান অতীব জরুরী হয়ে উঠেছে। নয়তো এই সমস্যার প্রভাব পড়তে পারে আসন্ন বিশ্বকাপে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...