রিয়েলিটি শো’র মঞ্চে যখন ক্রিকেটাররা

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বা খেলার সময়েই অনেক ক্রিকেটারকে বিভিন্ন রিয়েলিটি শো’তে দেখা যায়। বিশেষ করে ভারতের ক্রিকেটারদেরই মিডিয়ার সাথে বেশি সম্পৃক্ততা দেখা যায়। শুধু ভারতীয় নয়, বিশ্বের জনপ্রিয় অনেক ক্রিকেটারকেই নানা সময়ে বিভিন্ন রিয়েলিটি শো’তে দেখা গিয়েছে। সেরকম একগাদা তারকা নিয়ে আমাদের এবারের আয়োজন।

আন্তর্জাতিক ক্রিকেটাররা শুধু ক্রিকেটারই নন বরং ক্রিকেট প্রেমীদের কাছে তাঁরা অনেক বড় তারকা, আদর্শ। ফলে তারকা ক্রিকেটারদের একটি ব্র্যান্ড ভ্যালুও তৈরি হয়। অনেক প্রতিষ্ঠানই তাই তাঁদের প্রচারের জন্য এই ক্রিকেটারদের ব্যবহার করেন। আবার অনেক রিয়েলিটি শো ও তাঁদের দেশের তারকা ক্রিকেটারদের নিয়েও আসার চেষ্টা করে।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বা খেলার সময়েই অনেক ক্রিকেটারকে বিভিন্ন রিয়েলিটি শো’তে দেখা যায়। বিশেষ করে ভারতের ক্রিকেটারদেরই মিডিয়ার সাথে বেশি সম্পৃক্ততা দেখা যায়। শুধু ভারতীয় নয়, বিশ্বের জনপ্রিয় অনেক ক্রিকেটারকেই নানা সময়ে বিভিন্ন রিয়েলিটি শো’তে দেখা গিয়েছে। সেরকম একগাদা তারকা নিয়ে আমাদের এবারের আয়োজন।

  • সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা): ঝালাক দিখলা জা

শ্রীলঙ্কা ও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনারদের একজন সনাথ জয়াসুরিয়া। বিধ্বংসী এই ওপেনার শ্রীলঙ্কার হয়ে মোট ৪৪৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে তাঁর ঝুলিতে আছে ১৩ হাজারেরও বেশি রান। এই ব্যাটসম্যানও একটি রিয়েলিটি শো’তে অংশ নিয়েছিলেন। সেটিও আবার একটি ভারতীয় শো। ভারতের ঝালাক দিখলা জা নামে একটি অনুষ্ঠাতে তাঁকে দেখা যায়। সেখানে নাচতেও দেখা যায় এই ক্রিকেটারকে।

  • হরভজন সিং (ভারত): এক খিলাড়ি এক হাসিনা

ভারতের ক্রিকেটের অন্যতম সফল স্পিনার হরভজন সিং। ভারতের হয়ে ১০৩ টেস্টে তাঁর ঝুলিতে আছে ৪১৭ উইকেট। এছাড়া ২৩৬ ওয়ানডে ম্যাচেও এই বোলার নিয়েছেন ২৬৯ উইকেট। ভারতের এই সফল স্পিনারকেও দেখা গিয়েছে রিয়েলিটি শো’তে। এক খিলাড়ি এক হাসিনা নামে ভারতের একটি শো’তে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া সম্প্রতি সিনেমায় অভিনয় করেও সুনাম কুড়াচ্ছেন এই স্পিনার।

  • দীনেশ কার্তিক (ভারত): এক খিলাড়ি এক হাসিনা

নামটি শুনে হয়তো অবাক হতে পারেন। কিংবা অনেকেই হয়তো কোন শো’তে ভারতের এই কিপার ব্যাটসম্যানকে মনে করতে পারছেন না। তবে তিনিও একসময় ভারতের রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন। দেশটির অনেক ক্রিকেটারের মতই তাঁকেও দেখা গিয়েছিল এক খিলাড়ি এক হাসিনা অনুষ্ঠানে।

  • নভজ্যোৎ সিং সিধু (ভারত): দ্য কপিল শর্মা শো ও বিগ বস

ভারতের ক্রিকেটের এক প্রাণবন্ত চরিত্র নভজ্যোৎ সিং সিধু। ক্রিকেটার হিসেবে দারুন খ্যাতি পাওয়ার পর নেমেছেন রাজনীতির ময়দানে। সেখানেও বেশ সফল ভারতের সাবেক এই ক্রিকেটার। এছাড়া ভারতের জনপ্রিয় শো বিগ বসের ষষ্ঠ মৌসুমে যুক্ত হয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে মৌসুমের মাঝপথেই চলে এসেছিলেন। এরপর তিনি ভারতের আরেক জনপ্রিয় শো দ্য কপিল শর্মা শো’তেও যুক্ত হয়েছিলেন।

  • ইরফান পাঠান (ভারত): ঝালাক দিখলা জা ও এক খিলাড়ি এক হাসিনা

ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেট মাঠে অনেক প্রতিপক্ষ ক্রিকেটারকেই নাচিয়েছেন। তবে ক্যারিয়ার শেষে ভারতের দুটি নাচের শো’তে দেখা গিয়েছিল তাঁকে। অনুষ্ঠান দুটির নাম ঝালাক দিখলা জা ও এক খিলাড়ি এক হাসিনা। এর আগে ভারতের হয়ে ১২০ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৭৩ উইকেট ও ১৫৪৪ রান।

  • অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া)

কি? চমকে উঠলেন? হ্যা, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অংশ নেন বিগ বসে। আইপিএল জয়ী এই তারকা অতিথি হয়ে এসেছিলেন পঞ্চম আসরে। শো চলাকালে তিনি অভিনেত্রী জুহি পারমারকে হিন্দি গান গেয়ে প্রপোজও করেন।

  • শান্তাকুমারান শ্রীশান্থ (ভারত): বিগ বস ও এক খিলাড়ি এক হাসিনা

ভারতের হয়ে বিশ্বকাপ জয় করেছিলেন শ্রীশান্থ। তবে নিষেধাজ্ঞার সময় নানা ভাবেই ভারতের মিডিয়ার সাথে যুক্ত ছিলেন এই ক্রিকেটার। সেই সময় অভিনয়ও শুরু করেছিলেন তিনি। এছাড়া ভারতের কয়েকটি রিয়েলিটি শো’তেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন জনপ্রিয় শো বিগ বসে গিয়ে। এছাড়া ‘এক খিলাড়ি এক হাসিনা’-তেও ছিলেন তিনি।

  • দোদ্দা গনেশ (ভারত): বিগ বস

ভারতের সাবেক এই পেসারও যোগ দিয়েছিলেন রিয়েলিটি শো’তে। ভারতের হয়ে মাত্র ৪ টেস্ট ও ১ ওয়ানডে খেলেই থেমে যায় তাঁর ক্যারিয়ার। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৫ উইকেট। তবে তিনিও যোগ দিয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে, কন্নড় ভাষায়।

  • ড্যারেন গফ (ইংল্যান্ড): স্ট্রিক্টলি কাম ড্যান্সিং

ইংল্যান্ডের হয়ে প্রায় এক যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই পেসার। দেশটির সাবেক এই পেসার খেলেছেন ৫৮ টি টেস্ট ও ১৫৯ টি ওয়ানডে ম্যাচ। সেখানে টেস্ট ও ওয়ানডেতে যথাক্রমে তাঁর ঝুলিতে আছে ২২৯ ও ২৩৫ উইকেট। ইংল্যান্ডের অন্যতম সেরা এই পেসারও দেশটির একটি ড্যান্স রিয়েলিটি শো’তে যোগ দিয়েছিলেন। শো টির নাম ছিল স্ট্রিক্টলি কাম ড্যান্সিং।

  • বিনোদ কাম্বলি (ভারত): বিগ বস

ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই ব্যাটসম্যান। ১৭ টেস্টে ৫৪.২০ গড়ে তিনি করেছিলেন ১০৮৪ রান। এছাড়া ১০৪ ওয়ানডে ম্যাচেও তাঁর ঝুলিতে আছে ২৪৭৭ রান। এছাড়া ভারতের এক ক্রিকেটারকে নিয়ে তর্ক-বিতর্কের শেষ ছিল না। তবে তিনিও বিগ বস সহ আরো কয়েকটি রিয়েলিটি শো’তে যোগ দিয়েছিলেন।

  • মাইকেল ভন (ইংল্যান্ড): স্ট্রিক্টলি কাম ড্যান্সিং

মাইকেল ভন ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশটির হয়ে মোট ৮২ টেস্ট, ৮৬ ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ১৯৮২ রান ও ১৬ টি উইকেট। তবে ক্রিকেটকে বিদায় জানানো পর ড্যারেন গগের মত মাইকেল ভনকেও স্ট্রিক্টলি কাম ড্যান্সিং শোতে দেখা গিয়েছিল। এছাড়া তিনি এখন টিভিতে বিশ্লেষক হিসেবেও কাজ করেন।

  • মাইকেল বেভান (অস্ট্রেলিয়া): দ্য মাস্কড সিঙ্গার

অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ব্যাটসম্যানও আছেন আমাদের এই তালিকায়। দেশটির হয়ে মোট ২৩২ ওয়ানডে খালে বেভানের ঝুলিতে আছে ৬৯১২ রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তাঁর ঝুলিতে ৩৬ টি উইকেটও আছে। অজি এই ক্রিকেটারও অংশ নিয়েছিলেন দেশটির একটি জনপ্রিয় মিউজিক শো’তে। দ্য মাস্কড সিঙ্গার নামে একটি শো’তে দেখা যায় তাঁকে।

  • ওয়াসিম আকরাম (পাকিস্তান): এক খিলাড়ি এক হাসিনা

সর্বকালের সেরা বাঁ-হাতি পেসার কে? – এই প্রশ্ন করলে সবার আগেই আসবে ওয়াসিম আকরামের নাম। তিনিও এসেছিলেন রিয়েলিটি শো-তে। ২০০৮ সালে কালার্স টিভিতে প্রচারিত ‘এক খিলাড়ি এক হাসিনা’-তে তিনি রীতিমত উপস্থাপনার কাজ করেন। সেখানে তাঁর সঙ্গী ছিলেন বলিউড তারকা সুস্মিতা সেন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link