ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয় অধ্যায় শেষ বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, রোনালদো এবং ইউনাইটেডের একটা পারস্পারিক চুক্তির মাধ্যমে রোনালদো ক্লাব ছেড়েছেন। এই খবরটা পুরনো। এখন তিনি ফ্রি এজেন্ট। প্রশ্ন হল – এবার কোনো ক্লাবে খেলতে যাবেন তিনি।
এমনিতেই ক্লাব এবং রোনালদোর সম্পর্ক ভাল যাচ্ছিল না অনেক দিন ধরেই। গত সাপ্তাহে পিয়ার্স মরগ্যান নামের খ্যাতনামা এক সাংবাদিককে দেয়া রোনালদোর সাক্ষাৎকার যেন আগুনে ঘিঁ ঢেলেছে নতুন করে। রোনালদো সরাসরি ইউনাইটেড এবং ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে আঙুল তুলেছেন। টেন হ্যাগকে তার পছন্দ নয় বলেও জানিয়েছেন তিনি।
রোনালদো-ইউনাইটেডের বিচ্ছেদ নিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষের বিবৃতিতে ক্লাবে তার ক্যারিয়ারের দুই দফায় ক্লাবের জন্য অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। রোনালদো এবং তার পরিবারকেও সামনের দিন গুলোর জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
এখানে একটা তথ্য উল্লেখ না করলেই নয় যে, রোনালদো দুই দফায় ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইউনাইটেড এরিক৷ টেন হ্যাগের অধীনে দলের উন্নতিতে সম্পূর্ণ মনোযোগী এবং দল হিসেবে কাজ করে মাঠে সাফল্য অর্জন করার দিকে এগিয়ে যেতে চায়।
- কোথায় যাবেন রোনালদো?
পর্তুগীজ তারকাকে পেতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। আরব মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেড তাদের মধ্যে অন্যতম। যদিও রোনালদো বরাবর বলে এসেছেন যে তিনি চ্যাম্পিয়নস লীগ খেলতে চান এবং নিউক্যাসল এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে না। যদিও তারা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে এবং এই জায়গা ধরে রাখতে পারলে সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে তারা।
নিউক্যাসলের পাশাপাশি একই মালিকানাধীন সৌদি ক্লাব আল-নাসেরও আছে আলোচনায়। সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী মোহাম্মাদ বিন সালমান দুটি ক্লাবেরই মালিক। তাই আপাতত রোনালদোর ভবিষ্যত আলোচনা ঝুলে আছে এই দুটি ক্লাবের মধ্যে।
সামান্য হলেও গুঞ্জন আছে প্যারিস সেইন্ট জার্মেইনের ব্যাপারে। কেউ কেউ দাবি করছেন, রোনালদোকে নিয়ে নিতে পারে পিএসজি। সেক্ষেত্রে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের সাথে রোনালদো যোগ হয়ে নতুন একটা গ্যালাক্টিকোই তৈরি হয়ে উঠতে পারে।
এবার প্রশ্ন হল, রোনালদো এই তিনের মধ্যে কোনটাকে বেছে নেবেন? নাকি এই তিনের কোনটা রোনালদোকে বেছে নেবে? আসলে, রোনালদোর এখন যে অবস্থা তিনি নিজে থেকে ক্লাব বাছাই করার মত অবস্থাতে নেই।