অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। আর পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেস অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস।
বিসিবি’র সাথে আপাতত এ দুই কোচের চুক্তির মেয়াদ ২ বছর। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে তাদের এ মেয়াদকাল শুরু হবে। ডেভিড হেম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট অবশ্য নতুন কিছু নয়। অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেই তিনি দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া বাংলাদেশ এইচপি দলের কোচ ছিলেন তিনি। আর তার আগে পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেম্প। খেলোয়াড়ি জীবনে সহযোগী দেশ বারমুডার হয়ে খেললেও কাউন্টি ক্রিকেটে রয়েছে তাঁর সমৃদ্ধ এক ক্যারিয়ার। গ্ল্যামারগন, ওয়াউইকশায়ারের হয়ে সব মিলিয়ে ১৫০০০ এর উপরে রান করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে এরপর কোচিংয়ে মনোনিবেশ করেন হেম্প। এরই মধ্যে লেভেল-৪ সম্পন্ন করা রয়েছে তাঁর। পাকিস্তান নারী ক্রিকেট দলের হয়ে কাজ করার আগে নারী বিগব্যাশের দল মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ ছিলেন তিনি। সব মিলিয়ে অভিজ্ঞতার একটা ছোঁয়া পেতে যাচ্ছে লিটন-শান্তরা।
এ দিকে বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসেরও অভিজ্ঞতা কম নয়। ২০১৮ থেকে ২০২৩, দীর্ঘ ৫ বছর তিনি অস্ট্রেলিয়ান শেফিল্ড ট্রফির দল নিউ সাউথ ওয়েলস ব্লুজের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।
এ ছাড়া সবশেষ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজেও কিউইদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০২২ এর দিকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এখন দেখার পালা, হেম্প-অ্যাডামসের এই যুগলবন্দীতে কতটা উপকৃত হয় বাংলাদেশি ক্রিকেটাররা।