ডেভিড ওয়ার্নার মারকুটে ব্যাটার — এমনটা যদি কেউ ভাবেন, তবে তিনি ভুল করছেন না। তবে এবার ওয়ার্নারের পরিচয়ে একটা নতুন সংযোজন—অভিনেতা! দীর্ঘদিন ধরে তেলেগু সিনেমার প্রতি যার ছিল সীমাহীন ভালোবাসা, এবার সেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য দিয়েই পা রাখলেন রুপালি দুনিয়ায়।
শোনা যাচ্ছে, নেহায়েৎ মজা নয়, সিরিয়াস অভিনয়ই করতে নেমেছেন এই সাবেক অজি ওপেনার। আর সেটার জন্য পারিশ্রমিকও নেহাত কম নিচ্ছেন না—গুঞ্জন বলছে, প্রতিদিনের শুটিংয়ের জন্যই এক কোটি রুপি!
ঘটনার শুরুটা আসলে আইপিএল থেকেই। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কেটেছে তার বহু বছর। দলকে একবার চ্যাম্পিয়নও বানিয়েছেন। সেই সূত্রেই ভারতের সংস্কৃতি, আবহাওয়া, খাবার—সবকিছুতেই মিশে গিয়েছিলেন ওয়ার্নার। বিশেষ করে তেলেগু সিনেমার প্রতি তার ভালোবাসা হয়ে উঠেছিল প্রচণ্ড গভীর।

পুস্পা ফ্র্যাঞ্চাইজির আল্লু অর্জুনের তিনি অন্ধভক্ত! প্রায়ই সেই সিনেমার সংলাপ-নাচ অনুকরণ করে ভিডিও বানিয়ে পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ভক্তদের অনেকেই মজার ছলে বলতেন, ‘ওয়ার্নারকে নাগরিকত্ব দিয়ে দাও!’
কিন্তু এবার ব্যাপারটা শুধুই মজার মধ্যে আটকে থাকেনি। এবার সত্যিই অভিনয় জগতে পা রেখে ফেললেন তিনি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্সই ওয়ার্নারকে বড়পর্দায় নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানই ‘পুস্পা’ বানিয়েছিল। এবার তাদের আসন্ন সিনেমা ‘রবিনহুড’–এ ক্যামিও করতে দেখা যাবে ওয়ার্নারকে!
গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় ওয়ার্নারের সিনেমার শুটিং স্পটের ছবি ভাইরাল হয়। রংচঙে পোশাকে, মাফিয়া লুকে দেখা গেছে তাকে। সিনেমার মূল চরিত্রে থাকছেন নিতিন কুমার রেড্ডি, আর সেখানে ক্যামিও দিচ্ছেন ওয়ার্নার। তবে তার চরিত্রের ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি।

কিন্তু, একটাই প্রশ্ন—ক্রিকেট মাঠের আগ্রাসী ব্যাটিং যেভাবে বোলারদের কাঁপিয়ে দিয়েছে, এবার কি তার অভিনয়ও দর্শকহৃদয় কাঁপাতে পারবে? উত্তর মিলবে আগামী ২৮ মার্চ, যখন ‘রবিনহুড’ আসবে বড়পর্দায়। তখন বোঝা যাবে, ওয়ার্নারের শট এবার বক্স অফিসেও বাউন্ডারি পার করতে পারে কিনা!










