আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগেই; মহেন্দ্র সিং ধোনি তাই খবরের কাগজে নেই তেমন একটা। তবে এবার এক ভিন্নধর্মী কারণেই শিরোনাম বনে গেলেন তিনি; জানা গিয়েছে ভারতের সাবেক অধিনায়ক তাঁর এক সময়ের ব্যবসায়িক পার্টনার মিহির দিওয়াকার এবং সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
২০১৭ সাল, ধোনি তখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেসময় ধোনির নামে দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি খুলবেন উল্লেখ করে তাঁর সঙ্গে চুক্তি করেন দিওয়াকার। কিন্তু পরবর্তীতে চুক্তির ধারা অনুযায়ী কাজ করা হয়নি, এমনটাই দাবি করা হয়েছে কিংবদন্তি এই উইকেট কিপারের পক্ষ থেকে।
সেজন্য ফৌজদারি অপরাধের দায়ে রাঁচির একটি আদালতে অভিযোগ করেছেন তিনি। এবং মামলার নথিপত্রে পনেরো কোটি রুপি অর্থমূল্য প্রতারণার কথা তুলে ধরা হয়েছে। বিচার কার্য শেষে ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
আরকা স্পোর্টস ও ম্যানেজম্যান্ট লিমিটেডের কর্ণধার মিহির দিওয়াকার এবং সৌম্য বিশ্বাস। দুজনেই পরিকল্পনা করেছিলেন ধোনির নাম ব্যবহার করে ক্রিকেট একাডেমি খুলবেন। সেই লক্ষ্যে এই ক্রিকেটারকে লভ্যাংশ শেয়ার এবং ফ্রাঞ্চাইজি ফি প্রদানের প্রস্তাব দেয় তাঁরা। কিন্তু চুক্তি সম্পাদনের পর তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই হয়নি।
সেজন্য ২০২১ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি; একই সাথে প্রাপ্য অর্থ পরিশোধের জন্য চিঠি পাঠান। তবে কাজের কাজ কিছুই হয়নি; তাঁর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট দয়ানন্দ সিং একাধিকবার লিগ্যাল নোটিশও দিয়েছিলেন, তাতেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। শেষ মেশ তাই কোর্টের আশ্রয় নিতে হয়েছে তাঁদের।