ব্রাজিল ফুটবল প্রধান রদ্রিগেস বহাল, কোচ দিনিজ বরখাস্ত

আবারো ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে ফিরছেন এডনাল্ডো রদ্রিগেস। গত ডিসেম্বরেই অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অপসারণ করেছিল রিও ডি জেনিরোর আদালত। দেশটির স্টেট কোর্ট অফ জাস্টিস বিষয়টি নিশ্চিতও করেছিল। 

আবারো ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে ফিরছেন এডনাল্ডো রদ্রিগেস। গত ডিসেম্বরেই অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অপসারণ করেছিল রিও ডি জেনিরোর আদালত। দেশটির স্টেট কোর্ট অফ জাস্টিস বিষয়টি নিশ্চিতও করেছিল।

তাঁর স্থলে অন্তবর্তীকালীন সিবিএফ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট অব স্পোর্টর্সের বিচারপতি হোসে পারদিজকে। তবে মাস না গড়াতেই পুরোনো দায়িত্বে ফিরছেন এডনাল্ডো রদ্রিগেস।পদচ্যুত প্রেসিডেন্ট রদ্রিগেসকে দায়িত্বে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন একজন বিচারক।

ফলত, গত ডিসেম্বরে রদ্রিগেসকে সিবিএফ-এর প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যে রায় দিয়েছিল রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিস, সেটা স্থগিত হয়ে গেছে। মূলত ওই রায়ের পর সিবিএফ-কে সতর্ক করার পাশাপাশি নিষিদ্ধ করার হুমকিও দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

রদ্রিগেসের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, ‘আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায় স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’

তবে এটা আপাতত অস্থায়ী আদেশ হিসেবেই কার্যকর করা হবে। ব্রাজিলের সর্বোচ্চ আদালতের অন্য ১০ বিচারক মেন্দেসের রায় বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দেবেন। সেটির দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।

২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফ এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রদ্রিগেস। ওই নির্বাচনে অনিয়মের দায়ে গত ৭ ডিসেম্বর রদ্রিগেসকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও দি জেনেরোর আদালত। একই সঙ্গে তার নিয়োগ দেওয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়।

এরপর ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসে পের্দিসকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তাঁর অধীনে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও রায়ে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রদ্রিগেস।

কিন্তু সেখানেও আগের আদালতের রায় বহাল রাখা হয়। এরপরই ফিফার পক্ষ থেকে সিবিএফ-কে দেওয়া হয় নিষেধাজ্ঞার হুমকি। আর তাতেই পাল্টে গেল সব কিছু। সিবিএফের প্রেসিডেন্ট পদে পুনর্বহাল থাকছেন এডনালদো রদ্রিগেস।

ওদিকে রদ্রিগেসের ফেরার সাথে সাথে কপাল পুড়েছে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের। তাকে বরখাস্ত করা হয়েছে প্রধান কোচের দায়িত্ব পদ থেকে। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের মাঠের ফুটবলে চলছে বেহাল দশা। সে কারণেই যেন নানাবিধ প্রশ্নের মুখে পড়ছে ব্রাজিলের ফুটবল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...