টি-টোয়েন্টি লিগ মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং আর চার ছক্কার মার; কিন্তু এসবের মাঝেও ডট বলের গুরুত্ব অপরিসীম। টানা ডট বল যেমন ব্যাটারদের চাপে ফেলে দিতে পারে তেমনি বোলারদের এনে দিতে পারে উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে এবার তাই এই টুর্নামেন্টের ডট বল সমাচার দেখা যাক।
ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল হজম করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবগুলো আসরে খেলা এই তারকা ৯৬০ বলে কোন রান করতে পারেননি। তাঁর ডট বল পার্সেন্টেজ ৪০.১৭%। তামিমের পরেই এই তালিকায় আছেন ইমরুল কায়েস, ১৮৬২ বল মোকাবিলা করে তিনি ৭৯৫টি ডট বল দিয়েছেন।
তিন নম্বরে জায়গা করে নিয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়; ৪১.৪৬ শতাংশ বলে রান নিতে পারেননি তিনি, সবমিলিয়ে দিয়েছেন ৭৩৬টি ডট। টপ অর্ডার ব্যাটার না হওয়া সত্ত্বেও রয়েছে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের নাম। দুজনে যথাক্রমে ৬৪৩ ও ৬২৮টি ডট বল হজম করেছেন।
ক্রিস গেইলের মত বিধ্বংসী তারকাও ৫২৯ বলে কোন রান নেননি। আবার লিটন দাস, নাজমুল হোসেন শান্তর মত ব্যাটার ডট বলের হিসেবে আছেন সেরা দশে। মজার ব্যাপার, সবচেয়ে বেশি ডট বলের মালিক যারা তাঁরাই বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বোলারদের ক্ষেত্রে দেশসেরা দুই বোলারই বিপিএলে সর্বোচ্চ ডট বল ঝুলিতে পুরেছেন। এখন পর্যন্ত ১০০ ম্যাচ খেলে ২২২৬ বার হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে ১০৭৬ বলে কোন রান নিতে পারেনি প্রতিপক্ষ দল; অর্থাৎ বিপিএল ক্যারিয়ারে প্রায় ৪৭% বলে ব্যাটারকে পরাস্ত করেছিলেন তিনি। বোলার সাকিব কতটা ক্ষুরধার সেটারই সাক্ষ্য দেয় এই সংখ্যাতত্ত্ব।
দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। প্রায় ৩৫৫ ওভার বোলিং করে ৮৮৬টি ডট বল আদায় করে নিয়েছেন তিনি। আরেক পেসার রুবেল হোসেন আছেন ম্যাশের পরেই – ৬৯৯টি ডট বল করেছেন তিনি।