সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দলের প্রধান কোচ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। দীর্ঘ ১১ বছর পর শিরোপা খরা কাটায় ভারত। যার ফলে বিশ্বকাপ জয়ী সকল সদস্যদের বোনাস দেওয়ার ঘোষনা দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে নিজের জন্য বাড়তি বোনাস নিতে অনাগ্রহ প্রকাশ করেন রাহুল দ্রাবিড় ৷ বাকি সকল স্টাফ মেম্বারদের মতোই মাত্র ২.৫ কোটি রুপি বোনাস নেন রাহুল।
বিসিসিআই এর একটি সূত্র হতে জানা যায় যে নিজের জন্য অতিরিক্ত ২.৫ কোটি রুপি বোনাস না নেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল। সূত্র থেকে জানানো হয় রাহুল তাঁর বাকি স্টাফ, বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতো একই বোনাস নিতে চেয়েছিলেন। বিসিসিআই কর্তারা তার এমন সিদ্ধান্ত মেনে নেন।
বোর্ড কর্তৃক প্রণীত বন্টন সূত্র অনুসারে, ভারতীয় বিজয়ী দলের ১৫ জন খেলোয়াড় এবং রাহুল দ্রাবিড়কে ১২৫ কোটি রুপির পুরস্কারের অর্থ থেকে প্রত্যেককে ৫ কোটি দেওয়া হবে। সাপোর্ট স্টাফরা প্রত্যেকে ২.৫ কোটি পাবেন। আর নির্বাচক এবং দলের সাথে ভ্রমণকারী অন্যান্য সদস্যরা ১ কোটি করে পাবেন।
২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচ হিসেবেও দ্রাবিড় একই কাজ করেছিলেন। যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রধান কোচ হিসেবে দ্রাবিড় সর্বোচ্চ ৫০ লাখ পাবেন। যেখানে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৩০ লাখ এবং সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যদের জন্য ২০ লাখ বরাদ্দ করা হয়েছিল। তবে সেখানেও দ্রাবিড় তা প্রত্যাখ্যান করেন এবং বিসিসিআইকে সমানভাবে পুরস্কার বিতরণের জন্য অনুরোধ করেন।
ফলে দ্রাবিড়সহ কোচিং স্টাফের সকল সদস্যকে নগদ ২৫ লক্ষ্য রুপি দেওয়ার একটি সংশোধিত তালিকা তৈরী করা হয়। এই জাতীয় গুণাবলির জন্য বেশ পরিচিত দ্রাবিড়। নিজের সততা এবং কর্মনিষ্ঠার জন্য এই প্রাক্তন কোচ খেলোয়াড়দের সাথে একটি মধুর বন্ধন তৈরি করেছিলেন।
খেলোয়াড় হিসেবে নিজের সমৃদ্ধ ক্যারিয়ারে বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। অবশেষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের কোচ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে সকল খেলোয়াড়েরা জয়ের উদযাপনে দ্রাবিড়কে এগিয়ে রাখেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর রোহিতের অনুরোধেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সাথে থাকার সিদ্ধান্ত নেন দ্রাবিড়।