নবরূপে আবির্ভাব ঘটছে চ্যাম্পিয়ন্স লিগের

বদলে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট, চিরচেনা ৩২ দলের টুর্নামেন্ট নেই আর। সেই সাথে আগের মত গ্রুপ বিভাজনও নেই। ২০২৪/২৫ মৌসুম থেকে সম্পূর্ন ভিন্নভাবেই চলবে এই টুর্নামেন্ট; তবে রোমাঞ্চ ঠিকি থাকবে। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের ড্র আর তাতেই দেখা মিলেছে একগাদা হাই ভোল্টেজ ম্যাচের।

বদলে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট, চিরচেনা ৩২ দলের টুর্নামেন্ট নেই আর। সেই সাথে আগের মত গ্রুপ বিভাজনও নেই। ২০২৪/২৫ মৌসুম থেকে সম্পূর্ন ভিন্নভাবেই চলবে এই টুর্নামেন্ট; তবে রোমাঞ্চ ঠিকি থাকবে। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের ড্র আর তাতেই দেখা মিলেছে একগাদা হাই ভোল্টেজ ম্যাচের।

সবার আগে বোধহয় বলতে হয় বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনার গল্প। প্রতিবারের ন্যায় এবারো মুখোমুখি হবে তাঁরা, তবে এক ম্যাচই খেলা হবে তাঁদের মধ্যে এবং ম্যাচটা হবে বার্সার ডেরাতে। এছাড়া মোহাম্মদ সালাহ আবারো রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগ পেলেন। ঘরের মাঠে লস ব্ল্যাঙ্কোদের আতিথেয়তা দিবে অল রেডরা।

এই দলগুলোর আরো অনেক ম্যাচ আছে; যা আপনি দেখতে চাইবেন, দেখতে বাধ্য হবেন। এই যেমন বায়ার্ন বনাম পিএসজি, ম্যানচেস্টার সিটি বনাম জুভেন্টাস, লিভারপুল বনাম এসি মিলান কিংবা বার্সেলোনা বনাম বরুশিয়া ডর্টমুন্ড।

বিগ ম্যাচের তালিকা অবশ্য অনেক বড়; ফরাসি জায়ান্ট পিএসজি কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের একচ্ছত্র অধিপতি ম্যানচেস্টার সিটির ক্যালেন্ডারে দাগিয়ে রাখার মত একাধিক ম্যাচ রয়েছে। বিশেষ করে পিএসজি মুখোমুখি হবে ম্যানসিটি, বায়ার্ন, অ্যাতেলেটিকো মাদ্রিদ, আর্সেনালের মত জায়ান্টদের বিপক্ষে। এমবাপ্পে, নেইমার বিহীন দলটার জন্য এবারের আসর তাই অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

পিএসজির মতই আরেক দুর্ভাগা দল আরবি লাইপজিগ; ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ সবাই অপেক্ষায় আছে তাঁদের জন্য। লন্ডনের ক্লাব আর্সেনালের কঠিন প্রতিপক্ষ হিসেবে আছে পিএসজি, ইন্টার মিলান, আটলান্টা – মোটের ওপর সহজ একটা রাউন্ড হয়তো পাবে গানার্সরা।

পূর্ণাঙ্গ সময়সুচি এখনো প্রকাশ করেনি উয়েফা, তবে কোন দলের প্রতিপক্ষ কারা সেটা ইতোমধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে। এখন কেবল অপেক্ষা নতুন রূপে চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করার; ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় উৎসব বলে কথা, বিশ্ব জুড়ে ফুটবল সমর্থকেরা প্রস্তুত তো?

Share via
Copy link