সাকিবের ব্যর্থতায় ব্যর্থ হলো দুবাই ক্যাপিটালস!

ব্যাট হাতে নির্জীব, বল হাতেও তাই। সাকিব আল হাসান আজ আর পারলেন না দলের ভাগ্য গড়ে দিতে। গত ম্যাচের নায়কের ব্যর্থতায় তাই তো দলকেও হারতে হলো।

ব্যাট হাতে নির্জীব, বল হাতেও তাই। সাকিব আল হাসান আজ আর পারলেন না দলের ভাগ্য গড়ে দিতে। গত ম্যাচের নায়কের ব্যর্থতায় তাই তো দলকেও হারতে হলো।

২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সাকিবের দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস।

টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দুবাই। দৃশ্যপটটা অনেকটা গত ম্যাচের মতোই। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে যখন বিপদে দল, ক্রিজে আসেন সাকিব। মিডল অর্ডারের দায়িত্বভার তখন তাঁর কাঁধে।

 

১০ বলে খেলে এক ছক্কা এবং এক সিঙ্গেলে করলেন মোটে ৭। ছয়টা হাঁকিয়েছিলেন মোহাম্মদ নবীকে, প্রতিশোধ হিসেবে নবীই তুলে নিলেন সাকিবকে। গেল ম্যাচে এই সাকিবের কাঁধে ভর করেই দাঁড়িয়ে ছিল দুবাইয়ের স্কোর। আজ তাঁর ব্যর্থতায় দলের সংগ্রহ দাঁড়ায় ১৪১।

এই অল্প রান ডিফেন্ড করে জিততে হলে বল হাতে সেরাটা দিতে হতো দলকে। তবে শুরুতেই হোবার্ট হ্যারিকেনসের ব্যাটাররা কোনো সুযোগই দেয়নি সাকিবদের। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭১। ওই সময়ে সাকিব করেন দুই ওভার, ১০ ইকোনমিতে রান দেন ২০। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় তখনই।

এরপর অবশ্য নিজের বোলিং কোটা শেষ করেন সাকিব। সব মিলিয়ে চার ওভার হাত ঘুরিয়ে ৮.৫০ ইকোনমিতে দিয়েছেন ৩৪ রান। আজ আর কোনো উইকেটের দেখা পাননি গায়ানার পিচে। ফলাফল, সাত উইকেটের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে দুবাই ক্যাপিটালস।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link