ডাকেটের ব্যাটে স্বপ্ন দেখছে ইংল্যান্ড

প্রথম ইনিংসে ৬২ করেছেন। যেভাবে ব্যাট করছিলেন দিনশেষে হয়তো একটা অপূর্ণতা নিয়েই মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে যেন সবটা উজাড় করে দিলেন। তুলে নিলেন মহাগুরুত্বপূর্ণ এক শতক।

৯৭ রানের মাথায় বেন ডাকেটের ক্যাচ হাতছাড়া জয়সওয়ালের। এটা শুধুই ক্যাচ নয় বরং ম্যাচটাই বোধহয় হাতছাড়া করলেন তিনি। ফলাফল জাদেজাকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ষষ্ঠ শতক পূরণ করলেন এই ইংলিশ ওপেনার।

প্রথম ইনিংসে ৬২ করেছেন। যেভাবে ব্যাট করছিলেন দিনশেষে হয়তো একটা অপূর্ণতা নিয়েই মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে যেন সবটা উজাড় করে দিলেন। তুলে নিলেন মহাগুরুত্বপূর্ণ এক শতক।

৩৭১ রানের বিশাল টার্গেট। চতুর্থ ইনিংসে ব্যাট করে এই রান চেজ করা রীতিমতো দুষ্সাধ্য এক কাজ। তবে ডাকেট যেন সেই চ্যালেঞ্জটাই নিলেন। জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন।

হেডিংলিতে বেন ডাকেটের ব্যাট যেন এক নীরব আন্দোলন ঘোষণা করেছে। ভারতীয় বোলিং আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের বিরুদ্ধে আন্দোলন। লক্ষ্য একটাই জয় ছিনিয়ে আনা।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে যেমন শুরু দরকার তেমনটাই শুরু করলেন ডাকেট। একপাশে ক্রলি যখন প্রাচীর তুলে দাঁড়িয়েছেন অন্যপাশে ডাকেট ছড়ি ঘুরিয়েছেন বোলারদের বিপক্ষে।

১২১ বলে সেঞ্চুরি তুলেছেন। পুরো ইনিংস সাবলীল ব্যাটিং করেছেন। এক মুহূর্তের জন্যও তাকে টলাতে পারেনি বুমরাহ সিরাজরা।

২০১৬-তে অভিষেকের পর বাদ পড়া, ২০১৯-এ ফিরে আবারও বাদ পড়া। তবুও লড়াই করেছেন নিজের সাথে। ২০২২-এ আবারও ফিরে আসেন সাদা পোশাকের জার্সিতে। এবার বাদ নয় যেন বিপ্লব শুরু করলেন ওপেনিংয়ে। আজ তিনি ইংলিশদের সবচেয়ে বড় ভরসার নাম।

ভারতের বিরুদ্ধে যেভাবে এগোচ্ছে ইংল্যান্ড, জয়টা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর যার পেছনের কারিগর বেন ডাকেট। এক নীরব আন্দোলনের রূপকার বেন ডাকেট।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link