বাইশ গজের ক্রিকেট নিয়ে আলোচনাটা বেশি হয় বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে কি কেউ ভাবেন? ভাবেন হয়তো কেউ কেউ। এই যেমন ইলন মাস্কই তো নিত্যদিন ভাবনার পসরা সাজান। অদ্ভুত সব ধারণা নিয়ে টুইট করেন টুইটারে।
অবশ্য অদ্ভুতুড়ে টুইট আর ইলন মাস্ক, এ দুটিকেই সমার্থক শব্দ বলে চালিয়ে দেওয়া যেতে পারে। এই যেমন এ বছরের মার্চেই বললেন টুইটার কিনে ফেলবেন। দর দামও হলো ৪৪ বিলিয়ন ডলার। কিন্তু পরক্ষণেই বেঁকে বসলেন মাস্ক সাহেব। টুইটারে ফেক তথা ভুয়া প্রোফাইলের সংখ্যা বেশি অভিযোগ করে টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি। সেটি নিয়ে আইনি লড়াই চলছে এখনো।
যাহোক, নতুন খবর হলো, এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নিতে চাচ্ছেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী এ ব্যক্তি আগ্রহ দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার ব্যাপারে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ইলন মাস্ক নিজেই জানিয়েছেন এ খবর।
তিনি লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’ নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে এমন একটি টুইটই করেছেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ইলন মাস্ক।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় নম্বর হওয়া দল এবারের মৌসুম শুরু করেছে টানা দুই পরাজয় দিয়ে। সব মিলিয়ে ইউনাইটেডদের ইতিহাসের অন্যতম বাজে শুরু। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় রয়েছে আমেরিকান গ্লেজার পরিবার। গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার।
২০০৫ সালে গ্লেজার পরিবার ৭৯০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি কিনেছিলো। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবের বাজে ফর্মের কারণে গ্লেজার পরিবার ম্যানইউ সমর্থকদের তোপের মুখ পড়ে গ্লেজার পরিবার। এজন্য খুব সম্ভবত তারা ম্যানইউকে বিক্রিই করে দিবে।
ইলন মাস্কের বর্তমান সম্পদ ২৬৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। তাঁর জন্য ৫ বিলিয়ন ডলার দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কেনা অসাধ্য ব্যাপার নয়। তবে ঐ যে অদ্ভুত মজা করে টুইট করার ক্ষেত্রে ইলন মাস্কের তো জুড়ি নেই। আজ সকালে আবার টুইট করে জানিয়ে দিলেন, ‘এটি দীর্ঘদিন ধরে চলা কৌতুকের অংশ। আমি কোনো দল কিনছি না।’
রেড ডেভিলরা তাই এখনো গ্লেজার ফ্যামিলির বহাল তবিয়তেই আছে। এখন দেখা যাক, সামনে কেউ লাল দুর্গ কেনার ব্যাপারে আগ্রহ দেখান কিনা। আরো দেখা যাক, সামনে এলন মাস্ক কী সরস টুইট নিয়ে বসে আছেন?