বিশ্বকাপ জুড়েই রীতিমত মহাবিতর্কের কাল চলছিল পাকিস্তান ক্রিকেটে। অন্তর্দলীয় কোন্দল, বাবর আজমের হোয়াটস অ্যাপ বার্তা ফাঁস- সব মিলিয়ে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের ব্যাপারগুলো নিয়েই জলঘোলা হয়েছে বেশি।
তবে, শেষ মুহূর্তে এসে সেমির স্বপ্ন আবারো জেগে ওঠায় দল নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন পিসিবি প্রধান জাকা আশরাফ।দলের মধ্যে অন্তর্দলীয় কলহের কথা রীতিমত অস্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেটের এ মূখপাত্র।
এটি যে গণমাধ্যমের তৈরিকৃত একটা গুঞ্জন, সেটি জানিয়ে তিনি বলেন, ‘দল এখন একদম ঠিক অবস্থায়। এটা শুরু থেকেই ছিল। সবার মাঝে একতা ছিল। কিন্তু আমরা শুরুতে ভাল খেলতে পারিনি বিধায় চারদিক থেকে ভিত্তিহীন সব খবর ছড়িয়েছিল।’
এ দিকে বিশ্বকাপ চলাকালীনই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইনজমাম-উল-হক। মূলত পাকিস্তান দলের এক ক্রিকেটারের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে এবং সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে—এমন অভিযোগ ওঠার পরই তিনি পদত্যাগ করেন।
তবে ইনজামামের এই সিদ্ধান্তের আগে তাঁর সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন জাকা আশরাফ। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তাঁর সাথে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনায় বসতে চেয়েছিলাম। তবে তার আগেই সে পদত্যাগ করে ফেলেছে।’
যদিও পিসিবি এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর সেই কমিটির সিদ্ধান্তেরই অপেক্ষায় আছেন ইনজামাম। যদি সে কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার দায়িত্বে ফিরতে পারেন বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।