এনজো ফার্নান্দেজ, দলবদলের হট কেক

নিজের স্কিল আর পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের আগেই নজর কেড়েছিলেন এনজো ফার্নান্দেজ। বেনফিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময়ই বড় বড় ক্লাবের নজরে আসেন এই আর্জেন্টাইন। এবার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জেতার পর এনজোকে নিয়ে ক্লাব গুলোর মধ্যে কাড়াকাড়ি হবে এটা অনেকটাই আঁচ করা যাচ্ছিল।

নিজের স্কিল আর পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের আগেই নজর কেড়েছিলেন এনজো ফার্নান্দেজ। বেনফিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময়ই বড় বড় ক্লাবের নজরে আসেন এই আর্জেন্টাইন। এবার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জেতার পর এনজোকে নিয়ে ক্লাব গুলোর মধ্যে কাড়াকাড়ি হবে এটা অনেকটাই আঁচ করা যাচ্ছিল।

ইউরোপীয়ান জায়ান্ট বেশ কয়েকটি ক্লাব তাই এবার কোমড় বেঁধেই নেমেছে এনজোকে দলে পেতে। স্বপ্নের মত সময় কাটাচ্ছেন এনজো ফার্নান্দেজ। দেশকে ৩৬ বছর পর শুধু বিশ্বকাপ শিরোপাই জেতাননি, হয়েছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। এই মিডফিল্ডারকে দলে পেতে প্রতিযোগিতায় নেমেছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। দুই ক্লাবই আবার আরেক ইংলিশ তরুণ জুড বেলিংহামকেও দলে নিতে আগ্রহী।

শুধু লিভারপুল আর রিয়াল মাদ্রিদই নয়, এনজোর প্রতি আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসিও। খেলোয়াড়দের দলবদলের খবরের জন্য বেশ জনপ্রিয় ফাব্রিজিও রোমানো। দলবদলের খবরের জন্য অন্যতম বিশ্বস্ত মাধ্যম হিসেবে দর্শকরা বিবেচনা করেন এই ইতালিয়ান সাংবাদিককে।

রোমানোর মতে, এখনো নিশ্চিত নয় এনজোর গন্তব্য, ‘লিভারপুল এনজোকে পেতে আগ্রহী কিন্তু তারা কোনো বিড করেনি, তারা আপাতত নীরব আছে এনজোর ডিল নিয়ে।’ ১২০ মিলিয়ন ইউরোর নিচে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পাওয়া যাবে না বলে মনে করেন এই সাংবাদিক।

বাকি দুই ইংলিশ ক্লাবের সম্ভাবনা কম দেখছেন রোমানো, ‘এই জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো মিডফিল্ডারের ওপর ১২০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে সে সম্ভাবনা কম। চেলসিও এনজোর ব্যাপারে আগ্রহী হলেও কিন্তু সমস্যাটা হলো ট্রান্সফার ফি, বেনফিকার অবস্থান হল ১২০ মিলিয়ন ইউরোর কমে তারা এনজোকে ছাড়ব না। ১২০ মিলিয়ন ইউরো না পেলে তারা এনজোকে জুন পর্যন্ত ধরে রাখতে চায়।’

তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হওয়ার কথা অজানা নয় বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের। যদিও ভবিষ্যৎ নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে রাজি নন তিনি। ফার্নান্দেজ বলেছেন, ‘আমার ভবিষ্যৎ বা প্রস্তাবগুলো সম্পর্কে কিছুই জানি না। আমার প্রতিনিধি কথা বলছেন। তিনি সবটা দেখছেন। এই বিষয়টার মধ্যে আমি ঢুকতে চাই না। আপাতত আমার ভাবনায় শুধু বেনফিকা।’

প্রতিভাবান তরুণ খেলোয়াড় বিক্রিতে বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছে বেনফিকা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খুব বেশি অভিজ্ঞ না হলেও, ভবিষ্যৎ তারকাদের বিক্রি করে ভাল অর্থ আয় করে আসছে বেনফিকা। এর আগে ডারউইন নুনেজকে ৮৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলের কাছে বিক্রি করে বেনফিকা। তাই এনজো ফার্নান্দেজকে এই শীতকালীন দলবদলে বা পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলে চড়া দামে বিক্রি করে নিজেদের পকেট ভারি করতে চাইবে বেনফিকা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...