শূন্য, শূন্য – আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুই ইনিংস শেষে হাসান নাওয়াজের সংগ্রহ ছিল পাঁচ বলে শূন্য রান। কিন্তু তৃতীয় ম্যাচে কি যেন হয়ে গেলো, জাদুকাঠি ছোঁয়া পেয়েছেন বোধহয় তিনি। উইকেটে এসেই তান্ডব চালাতে শুরু করলেন, শেষমেশ থামলেন দলকে জিতিয়ে। ততক্ষণে অবশ্য রেকর্ড বইয়ে ঝড় উঠেছে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গিয়েছেন এই ব্যাটার। তিন অঙ্কের ঘরে পৌঁছাতে তাঁর লেগেছে স্রেফ ৪৪ বল – এত কম বলে আর কোন পাকিস্তানি ব্যাটার পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে। দেখে আসা যাক দলটার বাকি সেঞ্চুরির গল্প।
- বাবর আজম – ৪৯ বল
২০২১ সালে সেঞ্চুরিয়নে ঝড়ো ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বোলারদের কাঁদিয়ে সেদিন মাত্র ৪৯ বলে শতক আদায় করে নেন তিনি। শেষপর্যন্ত আউট হওয়ার আগে ৫৯ বলে ১২২ রান করেন বাবর; তাঁর এ ইনিংস এখনো পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
- আহমেদ শেহজাদ – ৫৮ বল
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন আহমেদ শেহজাদ। ৫৮ বলে পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অপরাজিত ১১১ রান করে মাঠ ছেড়েছিলেন তিনি; বলা বাহুল্য, তাঁর পারফরম্যান্সে ভর করে ৫০ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান।
- বাবর আজম – ৫৮ বল
২০২৩ সালে ঘরের মাঠে বাবর আজম আরো একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ১০১ রান করেছিলেন তিনি; তাঁর এমন ব্যাটিংয়ের সুবাদে বড় জয় পেয়েছিল স্বাগতিকরা।
- বাবর আজম – ৬২ বল
টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোট সেঞ্চুরি যেখানে ছয়টা সেখানে বাবর আজম একাই করেছেন তিনটা। তাই তো দ্রুততম সেঞ্চুরির তালিকায় তাঁর নাম এসেছে আরেকবার। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ বলে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন তিনি।