ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ইনিংসের পর রুবেল হোসেন-আন্দ্রে রাসেলদের বোলিং দাপটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকার জয়ের দিনে এবারের আসরে প্রথম হারের দেখা পেল কুমিল্লা।
১৮২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় বলেই রুবেল হোসেনের শিকার হয়ে শূন্য রানে ফিরেন লিটন দাস। ইমরানের দুর্দান্ত রান আউটে ব্যক্তিগত ৮ রানে ফাফ ডু প্লেসিস ফিরলে ১২ রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা।
এরপর মাহমুদুল হাসান জয়ের সাথে তৃতীয় উইকেটে ইমরুল কায়েসের ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। এরপর একই ওভারে ইমরুল ও জয়কে ফিরিয়ে ঢাকার আয়ত্ত্বে ম্যাচ আনেন আন্দ্রে রাসেল। রান আউটের শিকার হয়ে দ্রুতই ফিরেন ক্যামেরন ডেলপোর্টও। ৮২ রানে ২ উইকেট থেকে ৮৭ রানেই ৫ উইকেট নেই কুমিল্লার!
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কুমিল্লা। কায়েস আহমেদ-এবাদতের বোলিং জাদুতে ৮২ রানে ২ উইকেট থেকে মাত্র ১৩১ রানেই গুড়িয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ ৪৯ রানে ৮ উইকেট হারায় কুমিল্লা!
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তবে একপ্রান্তে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত রান এগোতে থাকে। তামিমের সাথে ৪৮ রানের জুটির পথে দলীয় ৫৫ রানে ইমরানউজ্জামান ফিরেন ব্যক্তিগত ১৫ রানে। এরপর দলীয় ৮৫ রানে ব্যক্তিগত ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানে আউট হন তামিম। একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরেকপ্রান্তে শুভাগত হোম, আন্দ্রে রাসেলরা যাওয়া আসার মিছিলে থাকলেও মাহমুদউল্লাহ তাণ্ডবময় ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ঢাকা। শেষ ওভারে করিম জানাতের কাছ থেকে ২০ রান আদায়ে মাহমুদউল্লাহর ৪১ বলে ৪ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৭০ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় মিনিস্টার গ্রুপ ঢাকা। কুমিল্লার পক্ষে ২ উইকেট নেন তানভীর ইসলাম।
- সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৮১/৬ (২০ ওভার); মাহমুদউল্লাহ ৭০(৪১)*, তামিম ৪৬(৩৫), ইমরান ১৫(১৪); তানভীর ৪-০-৩৬-২, মুস্তাফিজ ৪-০-২৬-১।
কুমিল্লা ভিক্টোরিয়ানস – ১৩১/১০ (১৭.৩ ওভার); জয় ৪৬(৩০), ইমরুল ২৮(২৩), করিম জানাত ১৭(১১); রুবেল ২-০-৫-১, রাসেল ২.৩-০-১৭-৩, এবাদত ৩-০-২১-২, কায়েস ৪-০-২৭-২।
ফলাফলঃ মিনিস্টার গ্রুপ ঢাকা ৫০ রানে জয়ী।