সিদ্ধান্ত নেওয়ার শিল্পী ধোনি

লম্বা সময়ের অভিজ্ঞতায় ক্যাপ্টেন কুল জানতেন কাইরন পোলার্ড কি করবেন; সেজন্য লং অন অঞ্চলে দুইজন ফিল্ডার রাখেন তিনি, একজন লং অনে আরেকজন কিছুটা ডানে। মাহিশ থিকসানার বল মারতে গিয়ে পোলার্ড আনঅর্থোডক্স জায়গায় থাকা ফিল্ডারের হাতেই ধরা পড়েন।

ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসকেও সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন। ব্যাট হাতে পারফরম করা কিংবা গ্লাভস হাতে ঝলক দেখানো ছাড়াও তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা চেন্নাইয়ের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

  • ২০২৫ আইপিএল খেলার জন্য ফিট থাকা

আইপিএলের নিয়মে পরিবর্তন আসায় ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেইন করেছিল চেন্নাই। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা ধোনি চাইলে যেনতেন ভাবে অংশ নিতে পারতেন এবারের আসরে। কিন্তু তিনি হেলাফেলা করেননি একটুও, নিজের সেরাটা দিয়েছেন অনুশীলনে; শতভাগ ফিটনেস নিয়েই গায়ে জড়িয়েছেন প্রিয় জার্সি।

  • ২০২৩ আইপিএলে চেন্নাইকে শিরোপা জেতানো

২০২২ সালে রবীন্দ্র জাদেজাকে নিয়মিত অধিনায়ক করে টিম ম্যানেজম্যান্ট। তবে সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়, আট ম্যাচে ছয়বার পরাজয়ের স্বাদ পায় তাঁরা। বাধ্য হয়ে ধোনিকে ফেরানো হয় নেতৃত্বে; টুর্নামেন্টের বাকি অংশে আহামরি কিছু না ঘটলেও পরের বছর বিস্ময়কর ভাবে ঘুরে দাঁড়ায় দলটা। শেষমেশ ট্রফি জিতে পুনরায় দায়িত্ব ছাড়েন এই কিংবদন্তি।

  • কাইরন পোলার্ডের জন্য অদ্ভুত ফিল্ড সেটআপ

২০২২ আইপিএলে দেখা যায় অদ্ভুত এক দৃশ্যের। লম্বা সময়ের অভিজ্ঞতায় ক্যাপ্টেন কুল জানতেন কাইরন পোলার্ড কি করবেন; সেজন্য লং অন অঞ্চলে দুইজন ফিল্ডার রাখেন তিনি, একজন লং অনে আরেকজন কিছুটা ডানে। মাহিশ থিকসানার বল মারতে গিয়ে পোলার্ড আনঅর্থোডক্স জায়গায় থাকা ফিল্ডারের হাতেই ধরা পড়েন। এই ক্যারিবীয় তারকাকে সেসময় আউট করা ম্যাচের ভাগ্য নির্ধারণী ফ্যাক্টর ছিল।

  • আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে প্রবেশ

২০১৯ সালে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই। শেষ ওভারে আম্পায়ার হাইট বিবেচনায় নো বল দিলেও লেগ আম্পায়ারের কারণে সে সিদ্ধান্ত বাতিল করেন। তাতেই ধোনি মেজাজ হারিয়ে ঢুকে পড়েন মাঠে, প্রতিপক্ষের ডাগআউট আর গ্যালারি থেকে তখন অগুনিত চোখ বিস্ময়ভরা দৃষ্টিতে চেয়েছিল। যদিও এজন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় তাঁকে।

  • ফিক্সিং কান্ডে জর্জরিত চেন্নাইকে পথ দেখানো 

ফ্রাঞ্চাইজির মালিক ফিক্সিংয়ে জড়িত থাকায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই। ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল নিষেধাজ্ঞা শেষ হলেও আগের মত দাপট নিয়ে কি ফিরতে পারবে তাঁরা? তবে ধোনি সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন; কেবল দাপুটে প্রত্যাবর্তন নয় ২০১৮ সালে তাঁর দুর্দান্ত নেতৃত্বে শিরোপা জিতে নেয় দলটা। বলতে গেলে, এভাবেই পুরোটা ক্যারিয়ার জুড়েই তিনি শক্ত হাতে দল রেখেছেন হলুদ জার্সিধারীদের।

Share via
Copy link