জরুরী সময়ের মুমূর্ষ বাজপাখি

তাঁর দুর্দান্ত রিফ্লেক্স আর দ্রুত স্টাম্পিং দক্ষতা যতটা প্রশংসিত, ততটাই আলোচনার জন্ম দেয় তাঁর আলোচিত ও সমালোচিত সকল ব্যর্থতা।

বলা হয়, নুরুল হাসান সোহান দেশের সেরা উইকেটরক্ষ। উইকেটের পেছনে তাঁর রিফ্লেক্স অসাধারণ। তবে, গণ্ডগোল বাঁধে ক্রাঞ্চ মোমেন্টে। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পেছনে থাকা এই ভরসা, জাতীয় দলের হয়ে জরুরী সময়ে শিশুতোষ সব ভুল করে দলকে ডুবিয়েছেন। উইকেটরক্ষক হিসেবে তাঁর যে মান, সেটার সাথে এই ভুলগুলো বেমানান।

২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে নো–বলের ঘটনায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। শেষ বলে স্টাম্পিং করেও জয়ের আনন্দটা মুহূর্তেই উধাও — কারণ বল স্ট্যাম্প ক্রস করার আগেই সোহান বল ধরে ফেলে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন।

জয়োল্লাস করার পর তৃতীয় আম্পায়ার ‘নো’ ডাকেন। সবাইকে আবারও নামতে হয় মাঠে, হ্যা ফ্রি-হিট থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে অবশ্য শেষ বলে ছক্কা হাকাতে পারেনি জিম্বাবুয়ে। বড় সমালোচনার হাত থেকে সেখানে রক্ষা হয় সোহানের।

সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে রিজওয়ানের একটি সহজ ক্যাচ ফেলে দেন সোহান। ম্যাচের প্রথম ওভারেই, সুযোগটি কাজে লাগাতে না পারায় ম্যাচের গতিপথ পাল্টে যায় বাংলাদেশের বিপক্ষে। এমনকি ম্যাচটা জিতেও যেতে পারত বাংলাদেশ। আর জিতলে প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারত বাংলাদেশ।

তবে হতাশার সর্বশেষ সংযোজন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে। জয়ের জন্য যখন এক বলে তিন রান প্রয়োজন, তখনই সহজ একটি ক্যাচ হাতছাড়া করেন সোহান।

স্লগ করতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার খ্যারি পিয়েরে। স্কয়ার লেগ পর্যন্ত দৌঁড়ে এসে বাঁজপাখি সুলভ এক ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ক্যাচ মিস! ম্যাচ গড়ালো সুপার ওভারে। বাংলাদেশের ইতিহাসের প্রথম সুপার ওভার। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এক রানে হারতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশ ক্রিকেটে উইকেটের পেছনে সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি নুরুল হাসান সোহান। তবে, কয়েকবার একই জায়গায় গিয়ে যেন হোঁচট খেয়েছেন এই নির্ভরতার নাম। গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই নির্ভরতা প্রশ্নের মুখে পড়ছে। তাঁর স্কিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তাহলে কেন সমালোচনার সুযোগ করে দেবেন তিনি।

হ্যাঁ, এশিয়া কাপে তিনি আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক ডাইভে রান আউট করেছিলেন করিম জানাতকে, তবে সেটা উইকেটরক্ষক হিসেবে নয়। তাঁর দুর্দান্ত রিফ্লেক্স আর দ্রুত স্টাম্পিং দক্ষতা বারবারিই প্রশংসিত হয়। এমনকি চলতি ওয়েস্ট সিরিজের প্রথম ম্যাচেই দারুণ সব ক্যাচ ধরেছেন। কিন্তু, বিশুদ্ধতার মাঝে এক ফোটা বিষ হয়ে সামনে চলে আসছে তাঁর ভুলগুলো।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link