বলতেই হবে এবার দুঃসময়ের এক বিশ্বকাপ কাটিয়েছে পাকিস্তান। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অবশ্য বাস্তবতার সংজ্ঞায় যে শুধু এগিয়ে চলা। তাই তো পাকিস্তান দলপতি বাবর আজম শুরু করেছেন অনুশীলন, তাঁর সামনে এখন কানাডা টি-টোয়েন্টি লিগ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ।
নিউ ইয়র্ক থেকে ফিরেই তিনি মনোযোগ দিয়েছেন তাঁর ফিটনেসের দিকে। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুরোদমে চালিয়ে যাচ্ছেন তাঁর সকল প্রচেষ্টা, মঙ্গলবার থেকে শুরু করতে পারেন ব্যাটিং অনুশীলন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে পাকিস্তানের পারফর্ম্যান্স হতাশ করেছে ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদেরও। যদিও বাবর স্বীকার করেছেন যে তাঁদের ব্যাটিংই পরাজয়ের মূল কারণ। যার ফলসরূপ তাঁদেরকে টুর্ণামেন্ট থেকে আগেই বাদ পড়তে হয়।
লাহোরের তাপমাত্রর তীব্রতা বেশি থাকার কারণে বাবর আজম তাঁর বাড়িতেই ফিটনেস ট্রেনিং করছেন। সূত্র অনুসারে জানা যায়, পাকিস্তানের এই তারকা ব্যাটার বিশ্রাম নিয়ে এখন ভাবছেন না, বরং বাংলাদেশের বিপক্ষে ভালো করাই তাঁর প্রধান উদ্দেশ্য।
তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কানাডা টি-টোয়েন্টি লিগে খেলবেন বাবর, যা আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে। বাবর ছাড়াও আরো বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন যারা ঐ টুর্নামেন্টে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।
তবে গুঞ্জণ ছড়িয়েছে, এই সিরিজে বিশ্রামে থাকতে পারেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে তাঁদের বাজে পারফর্ম্যান্সের কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে করে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ভক্ত এবং বিশেষজ্ঞদের মাঝে।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয় এবং ভারতের বিপক্ষেও হতাশার হারই পাকিস্তানকে সুপার এইটের পর্ব থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাবর সেজন্য অবশ্য ক্ষমাও চেয়েছে, যেখানে তিনি ব্যক্তিগত ভুলে নয় বরং দলগত ভুলের মাশুল হিসেবে পরাজয়কে বরণ করার কথা বলেন।
পিসিবি পাকিস্তান দলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিয়েছে ইতিমধ্যেই। যেখানে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া হতে পারে। কেননা আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলতে গেলে পাকিস্তান দলেপ্রয়োজন ব্যাপক পরিবর্তন।