‘বঞ্চিত’ রজত পাতিদার এখন চ্যাম্পিয়নের নাম

সালটা ২০২২, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) নিলামের দিন কেউ নেয়নি তাকে। এমনকি মিডিয়া কিংবা বিশ্লেষকরা অনেকেই জানতেন না তার নাম। কিন্তু ভাগ্য আর পরিশ্রম মিলিয়ে রজত পাতিদার আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নায়ক, যার হাত ধরে ঘুচলো দলটির ১৮ বছরের আক্ষেপ৷

সালটা ২০২২, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিন কেউ নেয়নি তাকে। এমনকি মিডিয়া কিংবা বিশ্লেষকরা অনেকেই জানতেন না তার নাম। কিন্তু ভাগ্য আর পরিশ্রম মিলিয়ে রজত পাতিদার আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নায়ক, যার হাত ধরে ঘুচলো দলটির ১৮ বছরের আক্ষেপ৷

সে বছর ইনজুরির কারণে ছিটকে যান লুবনিথ সিসোদিয়া। সেই শূন্যস্থান পূরণ করতে রজতকে ডাক দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তবুও মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন—‘বিয়ে নয়, আগে দল।’ পিছিয়ে দিলেন নিজের বিয়ে, যোগ দিলেন দলের সঙ্গে। পরেরটা তো এক ইতিহাস।

সে বছর আট ম্যাচে করেন ৩৩৩ রান, যার মধ্যে এলিমিনেটরে ব্যাট থেকে এসেছিল দুর্দান্ত শতক। জানান দিয়েছেন তাঁকে নিয়ে ভুল করেনি আরসিবি। ওখানেই বদলে যায় তাঁর ক্যারিয়ারের দৃশ্যপট।

ইনজুরিতে ২০২৩ আসর খেলা হয়নি। তবে ২০২৪ ফিরে আসেন। গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে খেলেছেন বেশ কিছু ইনিংস। আর এই দায়িত্ব সামলানো মানসিকতাই তাকে এনে দেয় ২০২৫ আইপিএলে আরসিবির অধিনায়কত্ব।

সেই রজত পাতিদারই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপাজয়ী অধিনায়ক! শুধু তাই নয়, রজত আইপিএল ইতিহাসের চতুর্থ অধিনায়ক যিনি প্রথমবার অধিনায়ক হয়েই জিতেছেন শিরোপা। কিংবদন্তি বিরাট কোহলির দলের জন্য বছরের পর বছর শিরোপা ছিল শুধু অধরাই। কিন্তু রজতের নেতৃত্বে বদলে গেল সব হিসেব।

এই তিন বছরে তিনি শুধু ব্যাটিংয়েই নজর কাড়েননি, নিজেকে পরিণত করেছেন, একজন নেতা হিসেবে গড়ে উঠেছেন। ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত, ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস—দাবার গুটি সাজিয়েছেন নিজের মতো করে৷

২০২৫-এর আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছিল ব্যাঙ্গালুরু। একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ভালোভাবেই জানান দিচ্ছিল এটা আমাদের সময়, এটা আমাদের বছর।

ফাইনালের মঞ্চে যা হয়েছে তা সবারই দেখা। ১৮ বছরের দু:খ ঘুচিয়েছে দলটি, যার আড়ালের নায়ক রজত পাতিদার। সব আলো যেখানে নিভে যায়, সেখানে কেউ কেউ থাকে একটা প্রদীপ হাতে অন্ধকারেও পথ দেখায়। রজত পাতিদার যেন চুপচাপ সেই কাজটাই করে গেলেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link