আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের দিকে নজর

আর্জেন্টিনার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। আঞ্জেল ডি মারিয়া ইতোমধ্যেই তার অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়েও সন্দেহ রয়েছে।

আর্জেন্টিনার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। আঞ্জেল ডি মারিয়া ইতোমধ্যেই তার অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়েও সন্দেহ রয়েছে। ভক্ত এবং বিশেষজ্ঞরা ভাবছেন, লিওনেল এস্কালোনীর দলে এরপর কী হতে চলেছে?

সমাধান হতে পারে আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলারদের মধ্যেই। যারা ইতিমধ্যেই নজর কেড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেজান্দ্রো গার্নাচো এস্কালনীর জায়গা করে নিয়েছেন। কিন্তু মেসি ও তার প্রজন্মের ছেড়ে যাওয়া ফাঁকা স্থানগুলো পূরণের জন্য আর কে আসতে পারে?

  • ভ্যালেন্তিন কারবোনি

ভ্যালেন্তিন কারবোনি কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি তার অভিষেক হয়। ম্যাচে ডি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে নেমে ইতিমধ্যেই অভিজ্ঞতা অর্জন করেছেন। মাত্র ১৯ বছর বয়সে, স্কালোনির কাছ থেকে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন কারবোনি। কোচ স্কালোনি বলেছেন, “আমাদের ওদের (কারবোনি এবং গার্নাচো) নিয়ে অনেক আশা রয়েছে। ভবিষ্যতের জন্য আমরা অনেক আস্থা রাখছি।”

লানুসের ফুটবল একাডেমিতে বেড়ে ওঠা কারবোনি ইতালির ক্লাব কাতানিয়ায় যোগ দেন ২০২০ সালে। সম্প্রতি সে ইন্টার মিলানের যুব দলে নাম লেখান। বাম পায়ের এই অ্যাটাকিং মিডফিল্ডারের অসাধারণ ড্রিবলিং, গতি, ও সুযোগ তৈরির দক্ষতা রয়েছে। তিনি ইতালির ক্লাব মনজাতে গত মৌসুম লোনে খেলে ৩১ ম্যাচে ২টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন।

  • মাতিয়াস সোউলে

আরেক তরুণ বাম পায়ের আক্রমণাত্মক খেলোয়াড় মাতিয়াস সোউলে। তিনি এখনও আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে মাঠে নামেননি। তবে তেমন সময় আর বেশি দূরে নয়। ইতালির জুভেন্টাস ক্লাবের খেলোয়াড় হিসেবে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তিনি লোনে ফ্রোজিনোনেতেও অসাধারণ খেলেছেন। ৩৬ ম্যাচে ১১ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। ফ্রোজিনোনে রেলিগেশন থেকে রক্ষা পায়নি, তবে সোউলে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত প্রমাণ করেছেন।

  • ক্লদিও এচেভেরি

এখনও পর্যন্ত এই তালিকার একমাত্র খেলোয়াড় যিনি আর্জেন্টাইন প্রিমেরা ডিভিসিয়নে খেলছেন। ক্লদিও একচেভেরি রিভার প্লেটের এক নবীন প্রতিভা। তিনি ইতিমধ্যেই ২০২৫ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। সৃজনশীলতা ও বল দখলের ক্ষমতায় দক্ষ একচেভেরি। তিনি রিভারের কোচ মার্টিন ডেমিচেলিসের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাত্র ১৮ বছর বয়সে, স্কালোনির আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসেবে তাকে ভাবা যেতে পারে।

  • অ্যালান ভ্যারেলা

মিডফিল্ডের দিকে তাকালে দেখা যায় যে ডি পল, পারেদেস এবং গুইডো রদ্রিগেজদের বয়স ২০২৬ সালে ৩০ পার হতে চলেছে। সেই স্থানে ২১ বছর বয়সী অ্যালান ভ্যারেলা একটি ভালো বিকল্প হতে পারেন। সম্প্রতি তিনি পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছেন। বল ইন্টারসেপ্ট করার পাশাপাশি আক্রমণে যোগদান করার দক্ষতা রয়েছে তার। এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সাথে তাকে মিডফিল্ডে স্থাপন করলে আর্জেন্টিনার জন্য একটি শক্তিশালী মিডফিল্ড তৈরি হতে পারে।

  • ফাকুন্দো মেডিনা

আর্জেন্টিনার ডিফেন্সের বাম দিকে ভবিষ্যতে কিছু সমস্যা দেখা দিতে পারে। লেফট-ব্যাক মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াফিকোর বয়স বেড়ে চলেছে। সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্ডিও খেলার সময় কম পাবেন। এই ক্ষেত্রে ফাকুন্দো মেডিনা হতে পারেন একটি সমাধান। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রান্সের লেন্স ক্লাবে নিজেকে প্রমাণ করেছেন। তার বল ধরে রাখার দক্ষতা ও পেছন থেকে খেলা শুরু করার ক্ষমতা তাকে স্কালোনির দলের জন্য উপযুক্ত করে তুলতে পারে।

মেসি ও তার প্রজন্ম যখন আর্জেন্টিনা ফুটবল থেকে বিদায় নেবে, তখন এই তরুণরা হয়তো নতুন শক্তি এবং দক্ষতা এনে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন শুধু দেখার অপেক্ষা, এরা কি পারবে এই বিশ্বজয়ী দলের যথাযথ উত্তরসূরী হতে?

Share via
Copy link