ভারতের নতুন প্রধান কোচ হিসেবে নিজের কাজ খুব দ্রুতই শুরু করবেন গৌতম গম্ভীর। শোনা যাচ্ছিলো সহকারী কোচ হিসেবে নিজের পছন্দের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নির্বাচন করবেন তিনি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) গম্ভীরের প্রস্তাবিত সাপোর্ট স্টাফের একজন ব্যতীত সকলকেই বরখাস্ত করেছেন।
স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই গাম্ভীরের পছন্দে শুধুমাত্র অভিষেক নায়ারকে ব্যাটিং কোচের ভূমিকার জন্য অনুমোদন দিয়েছে। ভারতের বোলিং কোচের জন্য গম্ভীর দক্ষিণ আফ্রিকান মরনে মরকেল এবং সাবেক ভারতীয় বোলার লক্ষ্মীপতি বালাজিকে সুপারিশ করেছিলেন।
এছাড়াও আলাদা আলাদা ভূমিকার জন্য তিনি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তির সুপারিশ করেছিলেন। যার মধ্যে ফিল্ডিং কোচ হিসেবে আছেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে এবং দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডস।
তবে বোলিং কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় পেসার জহির খানকে পছন্দ করেছে বিসিসিআই। এছাড়াও টি দিলীপ যিনি রাহুল দ্রাবিড়ের অধীনে ফিল্ডিং কোচ ছিলেন, একই ভূমিকায় দলে থাকবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রস্থানের পর দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গৌতম গাম্ভীর। যিনি আইপিএল থেকে বিস্তৃত কোচিং অভিজ্ঞতা নিয়ে আসছেন। ২০২৪ সালে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন গাম্ভীর। ভারতের প্রধান কোচ হিসেবে তাঁর প্রথম পরীক্ষা হবে শ্রীলঙ্কা সফরে।
যেখানে ভারতীয় দল ২৭, ২৮ এবং ৩০ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর ২,৪ এবং ৭ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে তারা । টি-টোয়েন্টিতে রোহিত শর্মার অবসরের পর এখনও নতুন অধিনায়কের ঘোষণা করেনি বিসিসিআই। তাই নতুন অধিনায়ক ও কোচের অধীনে দলের পারফরম্যান্স কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে থাকবে ভক্তরা।