Social Media

Light
Dark

পাওনার জন্য পিসিবির ওপর পিএসএলের চাপ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে উপার্জিত রেভিনিউ ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করার অঙ্গীকার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বড় একটা সময় কেটে গেলেও নিজেদের দেয়া কথা রাখতে পারেনি তাঁরা, প্রাপ্য বুঝিয়ে দেয়া হয়নি কাউকেই। তাই তো বাধ্য হয়ে তাঁদের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে জানানো হয়েছে রেভিনিউ শেয়ারের ব্যাপারটি।

ads

চিঠিতে পুরনো বকেয়া দ্রুত পরিশোধের তাগাদা যেমন দেয়া হয়েছে তেমনি দেরি করা হলে জরিমানা করার সতর্ক বার্তাও দেয়া হয়েছে। এছাড়া দশম সংস্করণের ব্যাপারে তথ্য ও বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে বলা হয়।

চুক্তিপত্র অনুযায়ী, পাঁচ মে-র মধ্যেই মোট রেভিনিউ এর ৪৫ শতাংশ ফ্রাঞ্চাইজিগুলোকে দেয়ার কথা ছিল। এই অর্থ থেকে ক্রিকেটারদের বেতন এবং অন্যান্য খরচের বড় একটা অংশ উঠে আসবে।

ads

কিন্তু এক মাসের বেশি পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি পিসিবি। কোন ফ্রাঞ্চাইজি তাঁদের প্রাপ্য লভ্যাংশ সম্পূর্ণ বা আংশিকভাবে পায়নি। তাই তো সবাই পিসিবিকে চাপ দিয়েছে দ্রুত এই সমস্যার সুরাহা করার জন্য, তবে পিসিবি আবার স্পন্সর সহ অন্যান্য স্টেকহোল্ডারদের ওপর দায় দিচ্ছেন।

বোর্ড থেকে জানানো হয়, সবমিলিয়ে প্রায় ৩,১৫৫,৪৯৯,৮২৯ রুপি পাওনা আছেন তাঁরা। এর মধ্যে একটা প্রতিষ্ঠান থেকেই ১,২৫৬,৬২২,০৪৮ রুপি পাওনা আছে। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান থেকেই প্রায় ৭৫ কোটি রুপি পাবে পিসিবি। আপাতত এই অর্থসমূহ কোষাগারে যোগ হওয়ার অপেক্ষায় আছে সংস্থাটি, এরপরই তাঁরা নিজেদের দেনা পরিশোধ করতে পারবে।

এখন দেখার বিষয়, পিসিবি পুরো বিষয় কিভাবে সামাল দেয়। মহররমের ছুটি শেষে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনায় বসলেও বসতে পারেন তাঁরা, তবে পিএসএল নিয়ে আপাতত কারোই তাড়া নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link