প্রথম টেস্ট জিতে ঘরের মাঠে ভারতের অজেয় দুর্গ জয় করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনাল টেস্টের লাগামও নিয়েছে তারা। তাতেই সমালোচনার আগুনে দগ্ধ হতে হচ্ছে ভারতের কোচ গৌতম গম্ভীরকে। সেই আগুনে নতুন করে ঘিঁ ঢালল আইসল্যান্ড ক্রিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গাত্মক পোস্ট করে তারা জানাল, গম্ভীরের জন্য চাকরি নেই সেখানে।
সাদা পোশাকে শেষ ছয় টেস্টের চারটিতেই হারতে হয়েছে ভারতকে। আরও এক পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে দল। টেস্ট ক্রিকেটে যে দলটার দাপটের সামনে মাথা নত করতে বাধ্য হতো প্রতিপক্ষ, তাদের এমন নাজুক পরিস্থিতি আলোড়ন তুলেছে ক্রিকেট পাড়ায়। আর পতনের নেপথ্যে ভাবা হচ্ছে প্রধান মাস্টারমাইন্ড গৌতম গম্ভীরকে।

আইসল্যান্ড ক্রিকেট সেই একই সুরে সুর মেলাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘আমাদের সমর্থকদের জানাচ্ছি যে, গৌতম গম্ভীরকে আমাদের জাতীয় দলের নতুন কোচ হিসেবে আমন্ত্রণ জানানো হবে না। ওই পদটি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে এবং ২০২৫ সালে আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’
এমন ব্যাঙ্গাতক সমালোচনা মুহূর্তেই নজরে আসে সবার। অবশ্য গম্ভীর নিজেই নিজের পথকে কিছুটা কঠিন করে তুলেছেন। এমনভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন যেখানে ফলাফল না এলে ট্রলের শিকার হতেই হতো।

সিনিয়র ছাঁটাই তত্ত্বের উথাপন, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা, এক ছাতার নিচে দলকে গুছিয়ে আনতে না পারা, সবমিলিয়ে এক বিপর্যয়ের পথেই নিয়ে গেছেন দলকে। আর ফলাফল না আসাতেই মূলত তাঁকে এমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সেই সাথে লাল বলে সফলতা না পাওয়ায় তাঁর সাদা বলের সাফল্যটা ঢাকা পড়ে যাচ্ছে।
Share via:











