এশিয়া কাপে শুভমান গিলের ফেরা নিয়ে ভারতের ক্রিকেট পাড়ায় চলছে জোর আলোচনা। টি-টোয়েন্টি ক্রিকেটের কোন শিরোনামে না থাকলেও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স সম্ভাবনার পালে বাড়তি হাওয়া দিচ্ছে। তবে প্রশ্নটা, কার জায়গায় ফিরবেন তিনি?
ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে ৭৫.৪০ গড়ে করেছেন ৭৫৪ রান। তাঁর ব্যাটিং নৈপুণ্য আর নেতৃত্বগুণ মুগ্ধ করেছে সবাইকে। ব্যাট হাতে তিনি যেন পার করছেন নিজের সেরা সময়।
শুধু সাদা পোশাকে ভালো করার কারণে ফিরতে পারেন এমনটি নয়। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চেও দেখিয়েছেন নিজের ঝলক। আইপিএলে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিয়ে প্লে–অফে তুলেছেন গিল। শুধু তাই নয়, ব্যাট হাতেও ছিলেন অনন্য, ৫০ গড়ে করেছেন ৬৫০ রান, স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫৬।
শেষবার গিল টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। এরপর সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সুর্যকুমার যাদব ও তিলক বর্মা মিলে গড়েছেন দুর্দান্ত এক টপ–ফোর, যারা ব্যাট হাতে দারুণ স্ট্রাইক রেটে রান বিলিয়েছেন। তবুও গিলের সাম্প্রতিক ফর্ম নির্বাচকদের তাঁকে ফেরাতে বাধ্য করেছে।
সেক্ষেত্রে গিলকে দলে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং। গেল ১৩ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৩০ রান, গড় ১৬.২৫, স্ট্রাইক রেট ১২৬.২০। আইপিএলের শেষ দুই মৌসুমে তাঁর ব্যাটিং গড় — ২৩.৩৮। তবে রিঙ্কু বাদ গেলে ভারতের মিডল অর্ডার নতুন করে সাজাতে হবে।
অন্যদিকে ফেরার গুঞ্জন ছিল যশস্বী জয়সওয়ালেরও। সেক্ষেত্রে যদি গিল ফেরেন তাহলে হয়তো জয়সওয়ালের ফেরার সম্ভাবনার প্রদ্বীপ নিভে যাবে।
এমন অবস্থায় দাঁড়িয়ে একপ্রকার মধুর সমস্যায় পড়েছে ভারতীয় নির্বাচকরা। উড়ো খবরে এটাও শোনা যাচ্ছে — এশিয়া কাপের স্কোয়াডে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সে যাই হোক, বর্তমান সময়ে নিজের প্রাইম টাইমে থাকা গিলের সার্ভিস নিশ্চয়ই হেলায় হারাতে চাইবে না ভারত।