রোহিত শর্মা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ২০২৪ বিশ্বকাপের পর পরই, কিন্তু এখনো এই ফরম্যাটে নতুন দলনেতা ঠিক করেনি ভারত। লম্বা একটা সময় হার্দিক পান্ডিয়াকে ভারতের ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা হলেও নেতৃত্ব পাওয়ার দৌড়ে এখন তাঁর অবস্থান অনেকটাই নড়বড়ে। সেই তুলনায় এগিয়েই আছেন আরেক সম্ভাব্য অধিনায়ক সুরিয়াকুমার যাদব।
সূত্র মতে, টিম ম্যানেজম্যান্ট হার্দিকের চেয়ে সুরিয়াকে বেশি পছন্দ করে। মূলত হার্দিকের বারবার চোটে পড়ার ইতিহাস আর তাঁর ফিটনেসে ঘাটতি থাকায় তাঁকে আর্মব্যান্ড দিতে আগ্রহী নয় তাঁরা। ধারণা করা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ সিরিজ ইনজুরির কারণে মিস করতে পারেন তিনি।
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান কোচ গৌতম গম্ভীরও সুরিয়াকে অধিনায়ক হিসেবে দেখতে চান। এছাড়া রোহিত নিজেই সুরিয়াকে মৌন সমর্থন দিচ্ছেন। ইতোমধ্যে নির্বাচক অজিত আগারকার এবং বাকিদের সঙ্গে কথা বলেছেন তাঁরা; সব কিছু ঠিক থাকলে হয়তো এই ব্যাটারই হবেন হিটম্যানের উত্তরসূরী।
কেবল একটা বা দুইটা সিরিজের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হবে তাঁকে। জুলাই মাসের শেষে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।
যদিও ক্যাপ্টেন হিসেবে পান্ডিয়া অভিজ্ঞতা ও অর্জনের ক্ষেত্রে এগিয়ে; গুজরাট টাইটান্সের দায়িত্ব নিয়ে টানা দুই মৌসুমে ফাইনাল খেলেছেন তিনি। একবার হারলেও শিরোপা জিতেছেন একটা। অন্যদিকে সুরিয়াকুমার এখনো বড় মঞ্চে নেতৃত্ব দেননি একবারও, তাই এখনি তাঁকে তুলনার মাপকাঠিতে বসানো যাচ্ছে না।
অবশ্য পারফরম্যান্স বিবেচনা করা হলে সুরিয়াকুমারের পরিসংখ্যান ঈর্ষণীয় বটে, আন্তর্জাতিক ক্রিকেটে চল্লিশের বেশি গড় আর ১৭০ এর বেশি স্ট্রাইক রেটে রান করে যাচ্ছেন তিনি। হয়তো শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও উঠবে তাঁর কাঁধে – অপেক্ষা এখন স্কোয়াড ঘোষণার।