আর কত অবজ্ঞার শিকার হবেন হারিস রউফ?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন হারিস রউফ। সাত ওভার বল করে দিয়েছেন ৮৫ রান, আর উইকেট পেয়েছেন মোটে একটা। এরই মাঝে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর দিকে, সেই সাথে সাহায্য এবং দিকনির্দেশনা দেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।

স্থানীয় একটি গণমাধ্যমে কথা বলার সময় আফ্রিদি এই পেসারকে বাদ দেয়া বা বেঞ্চে বসিয়ে না রেখে বরং তাঁর ফর্ম ফেরানোর জন্য যথাযথ সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি এই পেসারের সামর্থ্য এবং দলের প্রতি তাঁর পুরনো অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন।

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এই মুহুর্তে হারিস রউফ তাঁর বোলিং নিয়ে সমস্যায় আছে বলে মনে হচ্ছে, তবে আমি সমস্যাটি পুরোপুরি বুঝতে পারছি না। এই মুহূর্তে তাঁর আসলে সাহায্য প্রয়োজন, অভিজ্ঞ ক্রিকেটারদের নির্দেশনা প্রয়োজন। সেজন্য তাঁকে সম্পূর্ণভাবে একাদশের বাইরে রাখা উচিত হবে না আমাদের।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ছেলেটা। সে নিশ্চয়ই আরও উন্নতি করবে যখন সে আরো বড় ফরম্যাটের ম্যাচ খেলবে। যদি সে চারদিনের ম্যাচ খেলে, তখন তাঁর বোলিং অটোমেটিক উন্নত হবে কিন্তু এই মুহূর্তে তাঁকে আমাদের সমর্থন দিতে হবে।’

পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ভাবা হয় রউফকে। গতির ঝড়ে মাঝের ওভারে অধিনায়ককে উইকেট এনে দিতে সিদ্ধহস্ত তিনি। তাই তো পাকিস্তানের সাদা বলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি আশা করছেন দ্রুতই ফর্মে ফিরবেন মিস্টার ১৫০।

শাহীন বলেন, ‘ব্যাটসম্যানরা যেমন কঠিন সময়ের মুখোমুখি হয়, তেমনি বোলারদের কখনো কখনো এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। হারিসও বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সে দুর্দান্ত ক্রিকেটার, কিভাবে ফিরে আসতে হয় তা জানে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link