এবারের ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথে, ভারতীয় বোর্ড আবারও দল নিয়ে নতুন করে শুরুর চিন্তা করছে। যাতে তারা আইসিসি ইভেন্টে তাদের অনেক দিন ধরে চলতে থাকা ট্রফি খরা কাটাতে পারে। অনেক সাবেক খেলোয়াড়েরাই রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
একে তো রোহিত শর্মার বয়স অপরদিকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পরে হওয়াতে নতুন করে দল গোছানোর কথা চিন্তা করছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরই মধ্যে পরবর্তী অধিনায়ক হিসেবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। কিন্তু, এর বিপক্ষেও মত আছে।
এর মধ্যে আছেন ভারতীয় দলের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি পান্ডিয়াকে দলের অধিনায়ক হিসেবে দেখতে রাজি নন। এর পেছনের কারণ হিসেবে ইরফান পাঠান কিছু কঠিন বাস্তবতার কথা উল্লেখ করেন।
হার্দিকের প্রথম মেজর কোন টুর্নামেন্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা বলতে গত বছরের আইপিলে নবাগত দল গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেয়া। সেখানে প্রথম বারেই তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন। তার ঠিক এক মাস পরেই,ভারতের আয়ারল্যান্ড ট্যুরে তাকে দলের অধিনায়ক করা হয়। আর এই সপ্তাহ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন।
স্টার স্পোর্টস এর অনুষ্ঠান ‘ম্যাচ পয়েন্ট’ চলাকালীন এক সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার হওয়ার সাথে সাথে সে একজন ইনজুরি প্রবণ খেলোয়াড়ও। ধরুন সারা বছর সে অধিনায়কত্ব করল, কিন্তু কোনো এক বিশ্বকাপের আগে সে ইনজুরিতে পরে গেল তখন দলের কি হবে! তখন দলকে আবার বিশ্বকাপের জন্যই নতুন অধিনায়ক তৈরি করতে হবে।’
পাঠান আরও বলেন, ‘আমি এটা বলছি না যে অধিনায়ক পরিবর্তন এর সাথে সাথে দলের ফলাফল ও সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে। আর পান্ডিয়ার সাথে আপনাকে এবং আমাদের সবাইকে মানতেই হবে সে একজন ইনজুরি প্রবণ খেলোয়াড়। কি হবে যদি সে বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ে? তখন যদি নতুন কেউ অধিনায়কত্বের জন্য তৈরি না থাকে তবে তো আমরা একটা সমস্যায় পরে যাব।’
ছোট পাঠান আরও বলেন, ‘তাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি হার্দিক অনেক ভাল একজন খেলোয়াড়, একজন ভাল নেতা,সে ভাল নেতৃত্ব দিতে পারে। কিন্তু আমাদেরকে সামনে আগানোর সময় শুধু একজন না। হার্দিকের পাশাপাশি আরও একজনকে প্রস্তুত করা উচিত। যে কিনা হার্দিকের অনুপস্থিতিতে যেকোন সময় দলকে নেতৃত্ব দিতে তৈরি থাকবে।’